আমাদের কথা খুঁজে নিন

   

এ জার্নি বাই 'বার্ড'

প্রশ্নগুলো সহজ আর উত্তরওতো জানা!

অফিসিয়াল কাজে যেতে হবে পাকটিয়া (আফগানিস্থানের একটি শহর)। যাওয়ার একমাত্র উপায় 'বার্ড'। সিকিউরিটি বললো ঐ যে তোমাদের 'বার্ড' আসছে! আমি 'বার্ড' এ চড়ার এই অভূতপুর্ব মুহুর্তগুলোতে ভাবছিলাম পথে যদি কোন তালেবান রকেট বা মিসাইল জাতীয় কিছু মেরে পাখির ডানা ভেংগে দেয় তাহলে তো সবই শেষ! যাই হোক হেলিকপ্টার এর সিকিউরিটি অফিসার ব্রীফ করলেন 'যদি পথে কোন ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়, কিংবা কোন কারণে আক্রান্ত হয় তাহলে আমি তোমাদের পরবর্তী নির্দেশনা গুলো দেব। কোন অবস্থাতেই চপার এর ভিতরে তোমার 'ইমার্জেন্সি কিট' (প্যারাসুট) খোলা যাবেনা। এইতো সেই যাদুর বাক্সে ভ্রমণ! ডাইনির তুকতাকে উড়ে উড়ে চলা যাদুর বাক্স!! বিমান থেকে নীচে দেখা আর পাখির পাকস্থলীর মধ্যে বসে দেখার মাঝে ফারাকটা বুঝলাম।

একেই বুঝি বলে 'বার্ডস আই ভিউ'! খোড়া পাহাড়, নেড়া পাহাড়, আদিগন্ত বিস্তৃত ছোট ছোট বাক্সের সারি সারি, থেকে থেকে সবুজ ফসলের মাঠ, মরা নদীর বাঁক, পাহাড়ের মাথায় একগুচ্ছ বরফের টোপর। কানে তুলো (ফোম জাতীয় কমলা রঙের 'ear protector') দেয়া বলে 'পাখির সর্বনাশী চিৎকার' কর্নকুহরে তেমন প্রবেশ করছিলনা (কানে তুলো দেয়া কাকে বলে মনে হয় শিখলাম!)। মাঝে মাঝে মনে হচ্ছিলো বাতাস এই বুঝি উড়িয়ে নিয়ে গেল আমাদের। আমি যখন কোন হাওয়াই জাহাজে চড়ি, আমার ভিতরে ভিতরে চলে গুর গুর মুর মুর- এই বুঝি সব গেলো! অবশেষে 'পাকটিয়া'র মাউন্টেন বেসে অবতরন। নেমেই কাজ!! তবে পিছনে ফেলে আসলাম এক নতুন অভিজ্ঞতা 'প্রথম প্রেমের মতন রোমাঞ্চকর', 'প্রথমবার নিজেকে হারানোর দুরু দুরু কাঁপন'।

নির্ঘন্ট: 'বার্ড শব্দটা হলো আমাদের সিকিউরিটির দায়িত্বে থাকা আমেরিকান এর। হেলিকপ্টার কে বার্ড বলাতে কোথায় যেন অন্য রকমের এক ভাললাগা ছিলো! আমি উপভোগ করেছি তার এই সম্বোধন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।