আমাদের কথা খুঁজে নিন

   

জিরাফ কাহণ(সংগ্রহ)



লোকটা প্রথম চিরিয়াখানাতে এসেছে,রাহবার হিশেবে শহরে থাকা চাচাত ভাই।বাঘ দেখলো সিংহ দেখলো,এর পর জিরাফ এর খাচার সামনে লোকটার চক্ষু তো চরকগাছ!এত্তবড় গলা!অনেকক্ষণ দেখার পর লোকটা বল্লো"ঠান্ডা লাগলে শ্যাষ!" চাচাত ভাই অবাক!জিরাফের ঠান্ডা লাগবে কেন?আর তাই অবাক হয়ে শুধোয়,"ক্যান,ঠান্ডা লাগলে শেষ কেন?" উত্তরে লোকটা বল্লো,"এত বড় মাফলার পাইবো কই?"


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।