আমাদের কথা খুঁজে নিন

   

জিরাফ পরিচর্যা

জগ এখানে সোডিয়ামের ল্যাম্পপোস্টের নীচে আর কুয়াশায় মাঠের পাশে পাথর বাধানো রাস্তায় থাকতে হল । এখানে কয়েক শত স্টিক গাঁজা ছিল প্রত্যেক বৃ্হঃস্পতিবার রাতের ঝাঁঝালো বোতল ছিল ফার্মগেটের হোটেলের সেই ফর্সা মেয়েটা ছিল কয়েক কার্টুন বেনসন ছিল পনের টাকার চিকেন সুপ ছিল দিস্তা দিস্তা সাদা কাগজ ছিল আর ছিল আমার পুরুষ গন্ধ যুক্ত বাদামী চাদরটা , তারপরও এখানে বেঁচে থাকা কষ্টকর হল । তখন তাঁরা কবিতা শুনে হাততালি দিবে এমন দুজন তরুনী এনে দিল কয়েক শিশি কফসিরাপ দিল কাঁধ ঝাকিয়ে বলল , “ আর কিছু ?” আমার আর এদের সাথে কথা বলার রুচি হল না । দূরে সংরক্ষিত মাঠের মাঝে একদল জিরাফ ছাড়া হয়েছে জোসনা কুয়াশায় এদেরকে , জিরাফগুলোকে লম্বা লম্বা শান্ত মানুষ মনে হয় । আমি দীর্ঘশ্বাস ফেলে মাঠে আসি – জিরাফদের পরিচর্যা করা ক্লান্তিকর কাজ তাও এরকম কুয়াশা আর জোসনার মাঝে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।