আমাদের কথা খুঁজে নিন

   

কেয়ামতের আগের একটি চিহ্ন



লেখাটি এক মুসলিম ভাইয়ের ফেইসবুক স্ট্যাটাস থেকে সংগৃহিত ------------------------------------------------------------------- ড্রাইভার ভাই আমাদের সাথে আছেন প্রায় ২০ বছরের মত। উনার ছেলে আমার থেকে বয়সে একটু ছোট। বেশ ভাল ছাত্র ছিল। সকুলে ভাল রেসালট করার পর, একটা প্রতিষ্ঠান থেকে আমার বাবা তাকে স্কলারশিপের ব্যবস্থা করে দেয়। সে ফাইনালি ঢাকা ইউনিভারসিটি থেকে গ্র্যাযুয়েট করে।

পাশ করার পরে, আমাদেরই এক আত্মীয়র অফিসে সে চাকরি শুরু করে। সেখানেও সে ভাল করছে। কিছুদিন আগে আমি সেই অফিসে গিয়েছিলাম,আমার আত্মীয়ের সাথে দেখা করতে। সেখান ড্রাইভার ভাইয়ের ছেলের সাথেও দেখা হয়েছিল, কিন্তু, আমার সাথে ঠিকমত কথা বললোনা। অপ্রস্তুত হয়ে গেলো আমাকে দেখে।

পরে ড্রাইভার ভাইকে এই কথা বলতেই উনি খুব ইমোশনাল হয়ে গেলেন। বললেন , ছেলে এখন বড় চাকরি করে , তার বন্ধু বান্ধবেরা সব বড় বড় ফ্যামিলির ছেলে, সে নিজে একজন সামান্য ড্রাইভারের ছেলে ,এই পরিচয় দিতে সে লজ্জা পায়। সে অনেক দিন আগে থেকেই , আর বাবা মার সাথে থাকেনা। বন্ধুদের সাথে মেসে থাকে । তারা দেখা করতে গেলেও দেখা করেনা।

কোন একবার তিনি ছেলের অফিসে গিয়েছিলেন, ছেলে তাকে বলেছে উপরে না আসতে, নিচে দাড়িয়ে থাক। এই ধরনের ঘটনা নাটক সিনেমাতে হয় শুনেছি, কিন্তু বাস্তবেও যে ঘটে এই প্রথম শুনলাম। আমার নিজেরও সন্তান আছে। আজকাল এই ধরনের ঘটনা খুব এফেক্ট করে আমাকে। বাবা মা কত কষ্ট করে সন্তানদের লালন করে।

সে সন্তান যদি একসময় তাঁকে দুরদুর করে, সেটা যে কি কষ্টের তা বাবা মা ছাড়া আর কারো পক্ষে বোঝা সম্ভব নয়। ড্রাইভার ভাই , সামান্য বেতনের চাকরি করেছেন সারাজীবন। প্রতি ঈদে, ছেলেকে নিয়ে আসতেন। সাথে হাতে থাকত বিস্কূট,চকলেট। আমার বাবা কোন সময় বিদেশে গেলে, সে আমার বাবাকে বলত যে তার ছেলের জন্য চকলেট আনতে।

ছেলের পড়ালেখার জন্য কি পরিমাণ সাক্রিফাইস করেছেন তা আমার নিজের চোখে দেখা। আর সেই মানুষটাকে বাবা বলে পরিচয় দেয়া এখন লজ্জাজনক। বন্ধুরাই সব। কেয়ামতের আগের একটি চিহ্ন হোল মানুষ তাদের বন্ধুদের প্রাধান্য দেবে আর বাবা মাকে করবে অবহেলা। বাবা সন্তানের দেখভাল করবেন এটাই স্বাভাবিক।

কোন এক বিজ্ঞাপনে দেখলাম এক মেয়ে হিংস্র চোখে বাবাকে ধমকাচ্ছে, কেন তাঁকে সঙ্গ দিচ্ছে!! এর দ্বারা কি শিক্ষা দেয়া হচ্ছে? টেলকো কোম্পানিগুলো যেভাবে "বন্ধু ছাড়া লাইফ Impossible", বন্ধুরাই সব আর কেউ কিছু নয় টাইপের বিজ্ঞাপন দ্বারা অনবরত আমাদের মনোজগৎ কে প্রভাবিত করছে, তাতে মনে হয় আর কিছুদিন পড়ে আমাদের বাবা মা বলে কেউ আছে এটা বলতেই তরুণরা লজ্জা পাবে। এখন যেমন কেউ অহংকার করে বলে, জানোস আমার বাবা কে? কদিন পর বোধহয় বলবে জানোস, আমি কোথাকার টেস্ট টিউব বেবি। ইউনাইটেডের। আরেকজন বলবে, ওইটা একটা হসপিটাল হইল? আমি হইলাম স্কয়ার এর, স্কয়ার রুলস বেবি। আর তৃতীয় জন বলবে, ইউ লুসারস, আমি হয়েছি মুম্বাই এর মাস্রিনি হসপিটালে, সারোগেট (surrogate) মাদার এর মধ্যমে।

শাহরুখ খানের সিমেন ইউস করে। আই রুল। ইয়াহ বেবি ইয়াহ। বিঃদ্রঃ -- শাহরুখ খান মে মাসে পুত্র সন্তান জন্ম দিয়েছেন। ছেলের মা তাঁর স্ত্রী নন।

সারোগেট মাদার। GOOGLE এ Surrogate Mother , কি জিনিশ দেখে নেবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.