আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে শিশুর দেহে বার্ড ফ্লু

অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম
রাজধানীতে একটি শিশুর দেহে বার্ড ফ্লুর জন্য দায়ী (H5N1) ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে শিশুটি সুস্থ হয়ে উঠেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছুদিন আগে ১৩ মাস বয়সী একটি মেয়ের দেহে এ সংক্রমণের বিষয়টি নিশ্চিত হই আমরা। এখন সে ভালো আছে। " মেয়েটির বাসা কমলাপুর এলাকায় জানিয়ে তিনি বলেন, শিশুটির পরিবারের সদস্যদেরও পরীক্ষা করে দেখা হচ্ছে।

বাংলাদেশে মানব দেহে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০০৮ সালে রাজধানীর কমলাপুরেই ১৬ মাস বয়েসী একটি শিশু এ রোগে আক্রান্ত হয়। সে সুস্থ হয়ে ওঠার পর ওই বছর ২২ মে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি প্রকাশ করে। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, "বাংলাদেশে এ পর্যন্ত যে দুটি সংক্রমণের খবর জানা গেছে, সেগুলোতে মাত্রা ছিল খুবই সামান্য। মেয়েটির মধ্যে বার্ড ফ্লুর যেসব উপসর্গ দেখা গেছে তাও খুব মারাত্মক ছিল না।

কাজেই এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি জানান, চলতি বছর সংক্রমিত মেয়েটি গত কিছুদিনে বাবা-মায়ের সঙ্গে যেসব এলাকায় বেড়াতে গেছে, সেসব স্থানেও খোঁজ নেওয়া হচ্ছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.