আমাদের কথা খুঁজে নিন

   

ছড়াবিতা ০৫ ও ০৬

ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর।

০৫. মেঘের অনেক জমেছে আঘাত কাঁদবে কিনা ভাবছে- বৃষ্টি হরেক দিয়েছে উৎপাত কষ্ট দেখেও হাসছে- মেঘ ছাড়া তাও বৃষ্টি অচল মুখ ছাড়া ঠিক শাড়ির আচল... ০৬. কথায় কথায় হয়েছে কথা সব শেষে পরিচয়- আশায় আশায় জমেছে ব্যথা তোমার দোষে তো নয়- আসলে আমার নেই কোন ঠিক মন ছুটে যায় এদিক সেদিক... ছড়াবিতা ০১ ছড়াবিতা ০২ ছড়াবিতা ০৩ ছড়াবিতা ০৪ ছবি: সন্ধ্যায় ব্রহ্মপুত্র...মোবাইলে ওঠানো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।