আমাদের কথা খুঁজে নিন

   

বাঘশাবকগণের পার্ফরমেন্সের উপ্রে সিধুর স্ট্যাটিক্সের ব্রা

তোমারও কি এমন হয়,মনে!

কয়দিন ধৈরাই হালুম হালুম কর্তেছিলাম;আয়ারল্যান্ডের সাথে জেতার পরে তো অবশ্যি, এমন কি ইন্দিয়ার লগে হাইরা যাওনের পরও। হালুমডা কেমন যেন একটু দুব্বল হৈয়া গেছিল কালা চামড়াওয়ালাগো লগে খেলাডার পর, কিন্তুক, আবার জোরেসোরে ডাক দেওনের জন্নে গার্গল কর্তেছিলাম (পূর্ণুদ্যমে এবং নিঃশঙ্কচিত্তে); হঠাৎ কৈরাই শুনি কোথায় যেন ঘেউ ঘেউ কৈরা সাউন্ড হৈতাছে,খোঁজাখুজি কৈরা বুঝলাম এইডা আস্তাছে বর্তমানে সবথেইকা বেশি টি.আর.পি ওয়ালা চ্যানেল্টার ‘টক’ শো থেইকা। সিধু নিজে যখন খেলতো তখনকার একটা কথা এখনো আল্বাৎ চোখ বন্ধ না কৈরাই বইলা দিতে পারি-সহজ ফিল্ডিংরে কঠিন বানাইয়া,হেব্বি কস্রৎ কৈরা,দুর্দান্ত ইস্টাইল মাইরা ধরার জন্যে তার কাছে বল গেলেই স্ক্রিনে একটা লেখা দেখা যাইতো, ‘জন্টি?!!!’। যারে লৈয়া এই লেভেলের ফাইজলামি কর্তো টিভিওয়ালারা (আর এর বদৌলতে দেখতাম আমরা), সে যে কির্কেটার হওনের টের্নিং না দিয়া ভাড় হওনের টের্নিং দিবো (লাফটার চ্যালেঞ্জ!) এইডা বুঝতে শার্লক হোমস হওন লাগে না। টিম,পার্ফরমেন্স,সিধু,সাকিব,মিডিল অর্ডার,আশ্রাফুল,মাশ্রাফি রে লৈয়া অনেক কথা হৈছে+হৈতাছে;আরো হৈবো।

কিন্তু,ইংল্যান্ডের লগে খেলাটাই কৈরা দিছে এইসব কথাবার্তার একখান মধুরেণ সমাপয়েৎ। রান আর একটু বেশি হৈলে কি হৈতো সিধু এখনো সেই চিন্তায় মশগুল (লজ্জা এই জীবনে হৈব বৈলা মনে হয়না), আররে ব্যাটা, রান আরেকটু বেশি হৈলে যে রিয়াদ(এমঙ্কি,শাফিউল ও ফিফটী মাইরা দল জিতাইয়া নিয়া আসত এইডা অরে বিশ্বাস করাইবো ক্যাডা? :p)। স্ট্যাটিক্স জিনিস্টা ব্রা’র মত; আর,সর্বজনজ্ঞাত যে, ব্রা জিনিশটার কন্সিল আর রিভিল’র রেশিও দ্বারা আসল ঘটনা বুঝলে হৈবো না,আরো অনেক ফ্যাক্টর আছে :p)। শুক্কুরবার বিকাল্বেলা নভজিত সিং সিধু’র স্ট্যাটিক্সের ব্রা’র উপ্রে আলকাতরা মাইরা দিছে টাইগাররা, অখন বাঘের গর্জন শুইনা ডাচগো প্যান্টের কালার কি হৈবো সেই চিন্তা কর্তেছি। হালুম, হালুম, হালুলুলুলুলুলুলুলুলুমমমমমমমমম……………………………………………………………………………………………।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।