আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব, মুশফিকুর ও ইমরুল কায়েস কে...

যুক্তি দিয়ে কথার মারপ্যাচ ভালোই বুঝি...

সাকিব, মুশফিকুর ও ইমরুল কায়েস কে বলছি, তোদের খেলার যোগ্যতা শেষ, অনেক হইছে, এইবার রিটায়ারমেন্টে যা। জিতা ম্যাচ কিভাবে হারতে হয়, দেশকে ডুবাইতে হয় তা এখন তোদের নিত্যদিনের ব্যাপার। ভালো রান রেটে থেকে হাত এ ৭ উইকেট রেখে যে ম্যাচ জিততে পারিস না, সেখানে তোদের খেলার দরকার কি, তোদের চেয়ে ভালো ব্যাটসম্যান ও প্লেয়ার বাংলাদেশে আরো আসবে। ইমরুল বল খেলেছিস অনেক, জুনায়েদকে শুধু শুধু আউট করালি, যখন ক্রিজে থাকা দরকার তখন রানআউট হইলি তাও ১ রানের যায়গায় ২ রান নিয়ে। সাকিব তোর ব্যবহার খারাপ তা আজকে ম্যাচে দেখা গেছে, তোকে যেনো ম্যাচ শেষে ফাইন করা হয়।

আর কেউ যেখানে নাই, তোর উচিত ছিল উইকেটে থেকে ম্যাচ শেষ করে দিয়ে যাওয়া। আর মুশফিকুর, তুই একটা ছাগু ১৯ বল খেলে ১ রান করেছিস। তার পর একটা চার মেরেই আউট। আগের ম্যাচে তুই কুফা লাগাইছিলি। সো তোদের ম্যাচ থেকে রিটায়ারমেন্টে যাওয়া উচিত।

যেখানে ৯০ বলে ৬০ রান নিতে পারিস না, সেখানে তোরা বিশ্বকাপে ২য় রাউন্ডে যেতে চাস... মুশফিকুর যে পরিমান বল নষ্ট করেছিস তা এখন নিচের সারির ব্যাটসম্যানদের সমস্যা করে দিলি। এই ম্যাচ আমাদের ছিল। ২২৬ রান খুবই ইজি রান ছিল, যেখানে ৮ ওভারে ৫০ করে দিয়ে গিয়েছিল তামিম। কিন্তু তোরা ম্যাচটাকে ডুবিয়েছিস... এখন বাংলাদেশে ২ উইকেট রয়েছে ৫৪ রান কিভাবে করবি যেখানে ৭ উইকেটে ৬০-৭০ রান করতে পারলি না......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.