আমাদের কথা খুঁজে নিন

   

কি সাংঘাতিক খবর! এখন আমাদের কি হবে?

'জীবন' হলো এক কাপ গরম চা আর একটা জ্বলন্ত বেনসনের মতো। গরম চা একসময় জুড়িয়ে যাবে, বেনসনের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।
চারিদিকে সব ভয়ঙ্কর খবরের সাথে আরেকটি খবর যোগ হলো। অভিনেত্রী রেসী এখন মানসিক ভারসাম্যহীন। এক মাস ধরে তাঁকে এ সমস্যায় ভুগতে হচ্ছে।

মনতাজুর রহমান আকবর পরিচালিত 'ছোট্ট সংসার' ছবিতে অভিনয় করতে গিয়েই তাঁর এ সমস্যা। তিনি বলেন, 'ছবিতে আমি ডিপজল সাহেবের স্ত্রী। তবে তাঁর ভাইপো-ভাইঝির প্রতি অতিরিক্ত ভালোবাসা একসময় আমাকে মানসিকভাবে আঘাত করে। তার পর থেকে আমি বিকারগ্রস্ত হয়ে পড়ি। আসলে স্ক্রিপ্টটি প্রথম যেদিন হাতে পেয়েছি, সেদিন থেকে চরিত্রটির ভেতরে ঢোকার জন্য নাওয়া-খাওয়া প্রায় ভুলে গেছি।

এখন মানসিক ভারসাম্যহীন সফল রোগী হতে পেরেছি। ' পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, 'রেসীর কাছে পরিচালক হিসেবে চরিত্রটিকে আমি যেভাবে চেয়েছিলাম, তার চেয়েও বেশি পেয়েছি। সত্যি ওর অভিনয় দেখে যে কেউ এখন মনে করবে, ও বোধহয় সত্যি সত্যি ও রকম; আসলে চরিত্রটি আয়ত্ত করতেই তার এই সফল প্রচেষ্টা। ' 'ছোট্ট সংসার' ছবিতে ডিপজল, রেসী ছাড়া আরো অভিনয় করেছে মারুফ, দীঘি, প্রাচুর্য প্রমুখ। ছবিটি জুনে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে পরিচালক জানান।

দুই টাকা দামের এই তথাকথিত চালের বস্তা অভিনেত্রী রেসীকে বাঁচাতে অনতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। বিশেষ দ্রষ্টব্য: রেসির হাতে কি কালো কালো লোম নাকি ওইগুলা? সূত্র: কালের কণ্ঠ রং বেরং
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.