আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিকথন ১

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে.

বাইরে বৃষ্টি হচ্ছে। রিমঝিম রিমঝিম..বৃষ্টির শব্দ শুনতে অনেক মজা লাগছে।ইচ্ছা করছে যদি বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজতে পারতাম। খোলা চুলে, নুপুর পায়ে রিনিঝিনি শব্দে একা একা হাটতে.. অজানা কোনো পথে..যেখানে দক্ষিনা বাতাস বৈইবে.. মাঝে মাঝে আকাশ চিরে বজ্রপাত হবে.. সব কিছু রাঙিই দিবে..বাতাস আর বৃষ্টির শব্দে মন মাতাল করে নাচবে প্রকৃতির সব কিছু.আর সবার মন ভালো করে দেবে সেই নৃত্তে..সময়ের কোনো বাধ থাকবে না..বাধ থাকবে না কোনো কিছুর..শুধু হবে ইচ্ছা পুরুনের পালা...:-)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।