আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ডুওস

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   স্যামসাং গ্যালাক্সি সিরিজের একদমই একটি লেটেস্ট ডুয়েলসিম স্মার্টফোন গ্যালাক্সি গ্র্যান্ড ডুওস। সেটটি এন্ড্রয়েড ভার্শন ৪.১.২ জেলিবিন অপারেটিং সিস্টেমে চলে।

১৬২গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ৯.৬ মিলিমিটার। এতে আছে ৫ ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টিটাচ স্ক্রিন। সেটটি সাদা ও কালো রঙে পাবেন। মোবাইলটি চালাতে থাকছে ১.২গিগা হার্জ ডুয়েলকোর প্রসেসর, ১জিবি র‍্যাম এবং ৮জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৬৪জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

এতে আছে জিও ট্যাগিং, অটোফোকাস, টাচফোকাস, স্মাইল ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ২মেগাপিক্সের এর ফ্রন্ট ক্যামেরা। সেটটিতে আছে ২১০০এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৯ঘন্টা টকটাইম এবং ৪০০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে। সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে।

এত ফিচার সহ স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ডুওস এর দাম পড়বে ৩৪,০০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।