আমাদের কথা খুঁজে নিন

   

ঘোড়ার কি রং



সুনশান সৈকত, সমতল - এলায়ে শরীর দেখিতেছি শান্ত সমুদ্র! একটা সোনারং-থালা সবে উঠে এলো ধীরে গা হতে লোনাজল পড়িতেছে ঝরে। দেখিতেছি শুয়ে-বসে, নিঃসাড় সমুদ্রতীরে! যতই চাঁদ ছড়াতেছে আলো স্পষ্ট হতে থাকে তার কলংক-কালো। হা কপাল! যা মরি খুঁজে তায় পড়ে তার ছায়া - দূর হতে ভাবি এ যে কলংক-কায়া! ঘোর কেটে গেল! মাথা ঘুরায়ে দেখিতেছি যা - এ কি বিভ্রম! এ কি স্বপ্ন! এ কোন মানব-ছায়া? উদাম শরীরে রমণী এক হাঁটিতেছে ধীরে এই রাতে কে একাকী সমুদ্রতীরে! কে ঐ ভরাটকান্তি বুদবক্ষা নারী? মদির তালে হাঁটে, সৈকত বিহারি! বস্ত্রহীনা, লজ্জাহীনা - কারে ডাকে দু’বাহু ছড়ায়ে? ডাকে নারী কাকে এই সমুদ্রতীরে লোকচক্ষুরাড়ে! হঠাৎ বাতাস শোঁ শোঁ - লাগে কানে তালা লাঞ্চিত মেঘরাশি ঢেকে দেয় চন্দ্রথালা। অন্ধকারে দেখি না কাছের আপন হাত অথচ, উপরে ঝিকিমিকি তারাভরা রাত। আবার যেন কোন যাদুবলে - মেঘ গেলো সরে, ফিরিল পূর্ণচাঁদ! শান্ত-সাগরে দেখি তার ঝিলিমিল ছাঁদ। কৈ গেল নারী! কোথায় সেই ছায়া? চোখ ডলে দেখি শুয়ে এক কায়া - সূর্য-সবুজ পাতায়! বিভৎস সুখে সৈকত-বালুকা দু’পায়ে হাতায়। বোঝা দায়, এক অদৃশ্যকায় মথিতেছে তারে সৈকত-সঙ্গমে কাঁপিতেছে তীর, সমুদ্রপারে। অদূরে ঝোপের আড়ে দেখি এক ঘোড়া। - অধীর অপেক্ষায়, কখন উঠিবে রাজা? ঘোড়া ভাবে, এ কি রমণী রমণ! না কি দিতেছে কারে সাজা! আমি ভাবিলাম, আর পারি না দেখিতে এই ক্রীড়া! - এখন উঠি বরং! যেতে যেতে ভাবি, আড়ের ঘোড়াটা কোথাকার? - কি ছিল তার রং?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.