আমাদের কথা খুঁজে নিন

   

আবার একটি ফেবু Status.... কার কমু নাহ

এভরিওয়ান লাভস আস, উই আর ফরেভার অ্যালোন!

দুইদিন পরপর ইসলামিক পেইজ গুলা থেকে ফেইক নিউজ দেখি "দা রক ইসলাম গ্রহন করেছেন"। "লিওনেল মেসি ইসলাম গ্রহন করেছেন"। এইসব ফেইক নিউজ ছড়ায় এরা কি করতে চায় বুঝলাম না। এইটা যে ফেইক তা তো বের হবেই। মিথ্যা বলে না হইতেসে ইসলামের উপকার, না হইতেসে তোমার সোয়াব।

আবার কতগুলা দেখি ওজিল রোজা রেখে ফুটবল খেলে গোল দিসে, এইটা নিয়ে রেসপেক্ট ফালাইতে। নিশ্চয়ই তোমাকে আমার বুঝাই দিতে হবেনা যে হাঁটুর উপ্রে প্যান্ট পরে ফুটবল খেলে রোজা রাখা কতটা যুক্তিসঙ্গত। ওইদিকে বেনজেমা আসে, ও মুসলিম বলেও লাফাও। আবার ভুলে যাও যে সে আন্ডারএজ "ইয়ে" লাগাইসিলো। নামাজ নাই পাঁচ ওয়াক্ত, কিন্তু বাঙ্গালী মুসলমান এইসব ভুয়া নিউজ সবার আগেই শেয়ার দিবে যাচাই-বাছাই ছাড়াই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.