আমাদের কথা খুঁজে নিন

   

দাউদ হায়দারের একটি কবিতা ও আমার কৈশর

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

কি ব্যথা জানি না আমি নিজে, ঘুরি একা একা তাই রোদে জলে ভিজে। খুজি আশ্রয় কোথায় আবাস, তুমি পার্বতী আমি দেবদাস। এক যাতনায় দুজনেই ব্যাথী আমি দেবদাস তুমি পার্বতী! ঘুরি একা একা আমি গলিত শহরে, কেউ সুখে থাকে এঘরে ওঘরে। কেউ ভালবেসে হয় চিরকাল দুখী আমি দেবদাস ভবঘুরে সুখী! এক যাতনায় দুজনেই ব্যাথী আমি দেবদাস তুমি পার্বতী। কবিতাটা লিখেছেন কবি দাউদ হায়দার।

প্রতিভাবান কবি ছিলেন। তাদের পুরো পরিবারটাই বাংলা সাহিত্যে বেশ নাম করা। নাট্যকার জিয়া হায়দার,রশীদ হায়দার,কবি মাকিদ হায়দার,জাহিদ হায়দার ওনার ভাই। কিন্তু এই প্রতিভাবান কবি বিতর্কিত কবিতার কারনেই বেশী আলোচিত যার কারনে তার অনেক ভাল কবিতাও লোকচক্ষুর আড়ালে থেকে যায়। তার অন্যতম সেরা কবিতা "জন্মই আমার আজন্ম পাপ"! বর্তমানে কবি জার্মানীতে নির্বাসনে রয়েছেন।

আমার কাছে কবিতাটার চৌম্বক অংশ হল" কেউ ভালবেসে হয় চিরকাল দুঃখী,আমি দেবদাস ভবঘুরে সুখী!"! কৈশরে এই কবিতাটা সুর দিয়ে গান বানিয়েছিলাম। ৮ বিটে ড্রামস,হেভী বেস আর এক্যুস্টিক গিটারে গানটা কিন্তু সেরকম হয়েছিল!!! এখন সবার সাথে শেয়ার করলাম হাইস্কুলের রঙ্গীন দিনগুলো মনে করার উদ্দেশ্যে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.