আমাদের কথা খুঁজে নিন

   

দাউদ মার্চেন্ট এর ৫০ হাজার টাকার পাসপোর্ট !!!

ক খ গ ঘ...

আমার পাসপোর্ট নিয়ে একটা কাহিনী (Click This Link) লিখেছিলাম বেশ কিছুদিন আগে, ওটার অভিগ্গতার সময় আমার পাসপোর্ট অফিস নিয়ে কিছু হতাশার চিত্র এখনও মনে ভাসে। ডেইলি স্টার এর ১জুন২০০৯ (Click This Link) এর পেপারে দাউদ মার্চেন্ট এর৫০ হাজার টাকায় পাসপোর্ট নেয়া দেখে একটু মায়া-ই লাগল। আমি পাসপোর্ট অফিসে বৈধভাবে- কাজ করতে গিয়েছিলাম, কিন্তু ভীষন রকম অসহযোগীতা আর চরম বাজে ব্যাবহার এর পরে , পাশে দাড়িয়ে মজা দেখতে থাকা ''হাস্যোজ্জল'' কিছু কিছু দালাল দেখে তাদের মধ্যে টিটকারী মার্কা হসি যার কম আর যাকে একটু ভাল মনে হয়েছে তার কাছ থেকে পাসপোর্ট এর কাজ করিয়ে নিয়েছিলাম। তখন ঐ পাসপোর্ট কাউন্টার এর লোকের বলা '' রুলস'' কোন রুলে পরে নি। ঐ সময় ঐ দালালের সাথে তার বিভিন্ন রেট নিয়ে কথা বলছিলাম।

সে আমাকে জানালো আমার যদি ১ দিনে পাসপোর্ট দরকার পরে তাহলে সে সেটা ম্যানেজ করে দিতে পারবে, এর জন্য রেট হবে-- # যদি আমার ন্যাশনাল আইডি কার্ড থাকে তার জন্য লাগবে সবশুদ্ধ ৮০০০টাকা। # যদি ন্যাশ নাল আইডি কার্ড না থাকে, কোন ডকুমেন্ট( পেশা প্রমান,চারিত্রিক সনদ) না থাকে -তাহলে ১০০০০টাকা। আর এক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন যেটা লাগে পাসপোর্ট নিতে সেটাও হবে না। মানে বাসায় পুলিশ 'চা-নাস্তা' খেতে আসবে না। উল্লেখ্য ১ দিনে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে পাসপোর্ট নিতে ৫০০০ টাকা লাগে এবং পরে পুলিশ ভেরিফিকেশন করতে যায়।

---- ২০০৭ সালের ঘটনা আমার বন্ধুর:: থিয়েটার করে বন্ধু, দল থেকে ইনডিয়া যাবে সবাই। অনেকের পাসপোর্ট নাই। সবাই মিলে এক দালাল ধরল। ২০০০ টাকা দিয়ে যে পাসপোর্ট নিতে ৩১ দিনের বেশি লাগে, তা পেয়ে গেল ২২ দিনে ২৭০০ টাকা করে দিয়ে, কোনরকম ভেরিফিকেশন ছাড়া। মানে ৭০০ টাকা দালাল ফি!! তখন তো আবার ন্যাশনাল আইডি ছিল না।

সবার-ই বর্তমান ঠিকানা (যে ঠিকানায় ভেরিফিকেশন করতে পুলিশ যায়) সেটা সবার-ই এক !!! বোঝাই যায় সেটা দালালের চালবাজি ঠিকানা। ---------------------------------------------------------------- এখন প্রশ্ন এসব দালাল আমার কাছ থেকে কোন ডকুমেনটস ছাড়া নগদ ১০০০০ টাকা দিলেই কয়েক ঘন্টায় পাসপোর্ট দিয়ে দিবে। কোন দরকার-ই নেই আমার বাংলাদেশের নাগরিক কিনা তার প্রমানের। বেচারা দাউদ মার্চেন্ট এসব দালালের খবর মনে হয় পায়নি। তবে এ ঘটনা কতৃপক্ষের অজানা থাকার কথা নয়।

আশা করছি অন্তত পাসপোর্ট সংক্রান্ত কাজের সময় দালাল এর প্রভাব কমানোর ব্যাপারে কতৃপক্ষ আরও সজাগ দৃস্টি দেবেন। ভাল থাকুন সবাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.