আমাদের কথা খুঁজে নিন

   

ভরসা জোগালেন জার্গেনসেন

মিরপুরে সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বৃহস্পতিবার অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি দেখার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিশ্বকাপে আমাদের গ্রুপে দুই স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে দুটি সহযোগী দেশও থাকবে। শ্রীলঙ্কাসহ সব দেশকেই আমরা আগেও হারিয়েছি। বিশ্বকাপেও ওদের হারানো সম্ভব। ”
“ওয়ানডে ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে। নিউজিল্যান্ডকে আমরা দেশের মাটিতে ৪-০ ব্যবধানে হারিয়েছি।

সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের দিনে যে কাউকে হারানো সম্ভব এবং সেটা বিদেশের মাটিতেও”, যোগ করেন তিনি।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেট সম্পর্কে বেশ ভালো ধারণা রয়েছে জার্গেনসেনের। নিজের পেসার ছিলেন বলেই হয়তো জানেন কোথায় বোলাররা কেমন সুবিধা পাবেন।
“সব ভেন্যুতে কিন্তু আমরা বিরূপ উইকেট পাবো না। কেবল গ্যাবার উইকেটই পেস সহায়ক হবে।

অন্যান্য ভেন্যুতে উইকেটে টার্ন থাকবে, স্পিনাররা কিছুটা সুবিধা পাবেন বলে আশা করছি। ”
২১ ফেব্রুয়ারি গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের অন্য ভেন্যুগুলো হচ্ছে ক্যানবেরা, মেলবোর্ন, নেলসন, অ্যাডিলেড ও হ্যামিলটন।
বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পাওয়া জার্গেনসেনের প্রধান লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। তবে ২০০৮ সালের পর অস্ট্রেলিয়া ও ২০১০ সালের পর বাংলাদেশ নিউজিল্যান্ড সফর না করায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া নিয়ে একটু চিন্তিত তিনি।


“কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া হবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের ‘গোপন পরিকল্পনা’ আছে সেটা নিয়ে কিছু বলবো না। গত মৌসুমে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে তামিম খেলে এসেছে। আসছে মৌসুমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে তামিম, সাকিবদের পাঠানো যেতে পারে। ”
টপ অর্ডারে এখনো তামিম ইকবালের যোগ্য সঙ্গী পায়নি বাংলাদেশ।

এনামুল হক বিজয় ও জহুরুল ইসলামে সমাধান দেখছেন প্রধান কোচ।
তিনি বলেন, “এই জায়গা নিয়ে আমরা ভাবছি। অনেকের জন্য এটা ভালো সুযোগ। এনামুল ও জহুরুল ভালো করছে। জহুরুল বেশ কয়েকটি ম্যাচে ভালো শুরু করেছে।


জার্গেনসেন মনে করেন, ভালো শুরুর পরও ব্যাটসম্যানদের ইনিংস বড় করতে না পারার মূল কারণ বড় দৈর্ঘ্যর ম্যাচ কম খেলা।
“আমাদের আরো বেশি তিন-চারদিনের ম্যাচ খেলতে হবে। গতবারের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ছিল একটি ভালো উদ্যোগ। ”
“বিশ্বকাপে পেসারদের একটু বেশি দায়িত্ব নিতে হবে। পেসারদের অনেকের চোট রয়েছে।

ওদের সবাইকে সুস্থ করে দলের মধ্যে একটি প্রতিযোগিতা তৈরি করতে হবে। এখনো অনেক সময় আছে, আশা করি আমাদের প্রস্তুতি ভালো হবে”, যোগ করেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।