আমাদের কথা খুঁজে নিন

   

ভরসা সেই গেইল

বাজছে টি-২০ বিশ্বকাপের দামামা। ১৬ মার্চ থেকেই শুরু হচ্ছে মাঠের লড়াই। তবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের লড়াই শুরু হবে ২৩ মার্চ থেকে। প্রথম ম্যাচেই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ক্যারিবীয়দের। প্রতিপক্ষ ওয়ানডের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

তবে প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন এবার জয় দিয়ে শুরু করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। তাছাড়া উপমহাদেশের উইকেট এমনিতেই ক্যারিবীয়দের জন্য স্বর্গের মতো। বাংলাদেশের আবহাওয়াও তাদের দারুণ পছন্দ। তাই এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই বাংলাদেশে আসবে তারা।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান অস্ত্র সেই মারকুটে গেইল।

শ্রীলঙ্কায় বিশ্বকাপ জয়ের ছিল যার অসামান্য ভূমিকা। তবে তার সঙ্গে রয়েছেন আরেক ভয়ঙ্কর ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। গত টি-২০ বিশ্বকাপে ঝড়ো ব্যাটিং করে তিনি শুধু ক্যারিবীয়দের শিরোপাই এনে দেননি নিজেও হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এবারও ওয়েস্ট ইন্ডিজের ভরসা এই দুই তারকাই।

মাঝে কিছুদিন খারাপ সময় পার করলেও আবারও ফর্মে ফিরেছেন দুই মারকুটে তারকা।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও ক্যারিবীয়রা ২৭ রানে জয় পেয়েছেন দুই তারকার দাপুটে ব্যাটিংয়ের জন্যই। স্যামুয়েলস খেলেছেন মাত্র ৪৬ বলে ৬৯ রানের অপরাজিত এক ইনিংস। একটি বিশাল ছক্কা ছাড়াও হাঁকিয়েছেন ১০টি বাউন্ডারি। আর গেইল ৩৫ বলে করেছেন ৪৩ রান। দুই ছক্কার সঙ্গে ৫টি বাউন্ডারি।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৭০ রান করেছিল ক্যারিবীয়রা।

ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স আবারও স্বপ্ন দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। স্বপ্ন দেখাচ্ছেন স্যামুয়েলসও। তিনি বলেন, 'আমরা অনেক পরিশ্রম করেছি। তার ফল পাচ্ছি।

আশা করছি বিশ্বকাপেও আর কিছু একটা করব। ' স্যামুয়েলসের কিছু একটা মানে যে আবারও শিরোপার ইঙ্গিতই করেছেন তা তো আর বলার অপেক্ষা রাখে না। ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি বলেন, 'গেইল ও স্যামুয়েলস দারুণ ব্যাটিং করেছেন। তাই জয়টা সহজ হয়েছে। ' তবে ক্যারিবীয়রা কিন্তু স্যামুয়েলসকে নয়, তাদের স্বপ্ন সারথি হিসেবে দেখছে ক্রিস গেইলকেই।

কেননা গেইলের মতো ক্রিকেটার দলে থাকা মানেই বোলারদের অবস্থা নাস্তানাবুদ। ক্যারিবীয় ঝড় একবার শুরু করলে আর থামার নাম নেই। তাছাড়া এবার বিশ্বকাপ হবে গেইলের পছন্দের উপমহাদেশের উইকেটে। তাই এবার গেইলের হাত ধরেই দ্বিতীয় শিরোপা জিতবে ওয়েস্ট ইন্ডিজ -এমন ভাবনায় বিভোর ক্যারিবীয়রা।

 




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।