আমাদের কথা খুঁজে নিন

   

সান্তনা পুরষ্কার

. . . . . দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে

"যেমন খুশি তেমন সাজো" স্কুলে বার্ষিক খেলাধুলা প্রতিযোগিতার একটা অংশ ছিল। সেই খেলায় যারা অংশগ্রহণ করত তাদের সবার জন্য পুরষ্কার ছিল। প্রথম দ্বিতীয় তৃতীয় পুরষ্কার দেবার পর বাকীদের দেওয়া হতো সান্তনা পুরষ্কার। আর এই পুরষ্কার সাবান থাকত যতদূর মনে পরছে। "যেমন খুশি তেমন সাজো" তে একেক জন একেক রকম সাজ নিত, গায়ে রঙ কাদা আরও কত কি মাখত।

তাই তাদের পুরস্বাষস্কার দেওয়া হতো যাতে তারা মন খারাপ না করে এবং সেই পুরস্কার হিসেবে সাবান দেওয়া হতো যাতে তারা নিজেদের পরিস্কার করতে পারে। এটা আমার নিজের ভাবনা। বাংলাদেশ জামায়াতে ইসলামকে তো আদালত অবৈধ ঘোষণা করল। জানি না এখন কি হবে দেশের অবস্থা। তবে জামায়াতকে বোধ হয় ধরে রাখার কোন উপায় নাই।

কারণ হয়তো তারা আবার নতুন করে অন্য কোন নামে নিবন্ধন নিতে পারে অথবা বিএনপি এর সাথে এক হয়ে যেতে পারে। তাই এই রায় আমার কাছে খুব একটা ফলপ্রসূ মনে হচ্ছে না। ঠিক "যেমন খুশি তেমন সাজো" এর সান্তনা পুরস্কাকের মতো বাঙ্গালীদের একটা সান্তনা পুরষ্কারের ব্যবস্থা করলো মাত্র। বাঙ্গালীরা এই রায় নিয়ে খুশি থাকো আর জামায়াতে ইসলাম সেই সাবান দিয়ে গোসল করে মিশে যাক সবার সাথে সবার কাতারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।