আমাদের কথা খুঁজে নিন

   

গুটি কয়েক ব্যর্থ সান্তনা



খালি পায়ে পাইনি মাটির স্পর্শ অনেকদিন – তাহলে কি ধরার সব মৃত্তিকাই শুকিয়ে গেল; না তো খেয়াল করি নি অনেকদিন পথ রুক্ষ,পাথরে ভরা,পথে হোঁচট খেতে হয়- চোখ বন্ধ করে হৃদয়ের অন্তস্থলে হৃদয় রেখে, অনুভব করে যাই মাটির কাতরতা হিয়ার মাঝে জমা হয় গুটি কয়েক ব্যর্থ সান্তনা । কানে শুনি না সমুদ্র পাড়ের সুকরুণ গান – তাহলে কি সমুদ্রের সব জল হারিয়ে গেল; না তো খেয়াল করি নি অনেকদিন চোখ বন্ধ এবং আবার হৃদয়কে সান্তনা – অনুভব করি যোজন যোজন দূরের সমুদ্র পাড় থেকে, তরঙ্গের ডানায় ভেসে আসা সৈকতিনীর গান হিয়ার মাঝে জমা হয় গুটি কয়েক ব্যর্থ সান্তনা । হৃদয়ের অন্তস্থলে হৃদয় রেখে চমকে উঠি - ধরার মৃত্তিকা আর সাগরের জল কিছুই হরিয়ে যায়নি হারিয়ে গেছে আমাদের শৈশব। খালি পায়ে মাঠের মধ্যে গোল্লাছূট,দাড়িয়াবান্ধা- কানে পাত্র গুজে দিয়ে সমুদ্র পাড়ের গান হারিয়ে গেছে সব,ব্যর্থ আমি হিয়ার মাঝে জমা করি গুটি কয়েক ব্যর্থ সান্তনা। সময় খুব কম – তাই হৃদয়ের অন্তস্থলে রাখি হৃদয়। অনুভব করি হৃদয় আকাশে হারিয়ে যাওয়া ঝাকবদ্ধ শৈশবের হংস বলাকাদের- এইতো বাস্তবতা আমাদের জীবনের আর আমাদের সঙ্গী গুটি কয়েক ব্যর্থ সান্তনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।