আমাদের কথা খুঁজে নিন

   

ইমেইল করুন ইমেইল আইডি ছারাই।

পরে লিখবো

জীবনের প্রথম এই ব্লগে লিখছি। বাংলা ভাল পারি না শিখার চেষ্টায় আছি। কিছু ভুল হলে সরি। মনে করেন আপনে কাউকে মেইল করতে চাইছেন কিন্তু চাইছেন না যে আপনার মেইল আইডি তা সে জেনে যাক। ইনফেক্ট আপনি চাইছেন না কনো ধরনের ই মেইল আইডি ব্যাবহার করতে।

বেপারটা কেমন আজগবি মনে হইতেছে না? হাহাহা চলেন তাহলে মজা টা শুরু করি কি বলেন? আজকে এমন ই একটা জিনিস দেখাবো যেটা ইউস করে যে কেউকে ই মেইল করতে পারেন নিজের কনো ধরনের আইডি না ইউস করে। ১। এখানে যান http://www.enote.com/ ২। Send To (এখানে যার কাছে মেইল করতে চান তার আইডি দিন) ৩। Your Email Address (এখানে কিছু দিবেন না জায়গা খালি রাখুন) ৪।

Subject: (এখানে লিখার সাবজেক্ট দিন, নরমালি আপনে যা দিয়ে থাকেন আরকি কাউকে মেইল করতে গেলে) ৫। সাবজেক্ট এর পরে যে সাদা জায়গা অখানে যা খুশি লিখুন। মানে যা লিখে মেইল করতে চান আরকি। বুঝে নাই? হিহি ৬। Enter the Security Code এর ঘরে লিখে ফেলুন পাশে যেই সিকুরিটি ডিজিট গুলো দেয়া আছে।

৭। Send বাটনে ক্লিক করুন কাহিনি শেষ, যাকে মেইল করেছেন তার কাছে মেইলটি চলে গিয়েছে। যাকে মেইল করেছেন তার কাছে মেইল যাবে এই আইডি থেকে। নোটঃ- পোষ্টের html কোড লিখা যায় না কেন? এই পোস্টি আগে করেছি টিউনারপেজ ডট কমে। এছারাও এই টেক সাইটে আমার আনেক পোস্ট আছে আরো।

http://www.tunerpage.com TunerPage | প্রযুক্তির শেষ সীমানা জুরে | the ultimate path of the bangla technology

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.