আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব তোমার কাছে ১ রানে হারলে যা, ১০০ রানে হারলেও তা, ১০০০ রানে হারলেও তা-ই, কিন্তু আমাদের কাছে তা না।



সাকিব তুমি প্রফেশনাল! তাই এভাবে ভাবো এবং এভাবেই বলো!! কিন্তু আমরা তা ভাবি না এবং সেইমত আচরনও করিনা, অন্তত তোমার ভাষায়!!! অবশ্যই তুমি প্রফেশনাল ক্রিকেটার, তাই ৫৮ রানে হারলেও তোমার পূর্বসুরীরা কে কেমন কেমন খেলেছে সেই খোঁচাও মারতে পারো তবে তারা কিন্তু কোনদিন ৫৮ রানে অলআউট হয়নি, সেটা তুমি প্রফেশনালি ভুলে গেছো!!! এইবার বলি তুমি যেহেতু আমরাও প্রফেশনাল সমর্থক হয়ে যাই, কি বল? সেক্ষেত্রে তুমি একজন রাষ্ট্রীয় বেতনভুক্ত চাকর বই বেশী কিছু নও, তোমাকে বেতন দেয়া হয়, তুমি চাকুরী কর, মানে ক্রিকেট খেলো, আমাদেরকে বিনোদন দেও। বেতনটা দেয় কাদের টাকায় ? জন গনের টাকায়। সুতরাং জন গন যে কারনে তোমাকে বেতন দেয় , সেটা তুমি করতে পারোনি, সুতরাং জন গন এবার তোমার পিঠের চামড়া উঠাবে সেটাই স্বাভাবিক। কেননা, আবেগকে বাদ দিয়ে আমরাও আজ প্রফেশনাল সমর্থক হয়ে উঠবো। অনেক কথাই বলার ছিলো , কিন্তু সে সবি আবেগের কথা, সুতরাং বাদ । তাই সব আবেগকে পাশ কাটিয়ে একজন বেতনভুক্ত চাকরের সাথে কিছু বলতে আর ইচ্ছে করছেনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.