আমাদের কথা খুঁজে নিন

   

ইউনূসের বিষয়ে মত দেবেন হিলারির মতো বড় মাথাওয়ালারা: ড. মিজান



জাতীয় মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, আমাকে যদি বলা হয় ড. ইউনূসকে তার পদ থেকে অপসারণ করার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা তার উত্তরে আমি বলব- এ বিষয়ে মতামত দেয়ার জন্য হিলারির মতো বড় মাথাওয়ালারা রয়েছেন। আমরা দেখব কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দরিদ্র রোগীরা সঠিকভাবে চিকিৎসাসেবা পাচ্ছেন কিনা। সরকারি হাসপাতালগুলোতে ফ্রি ওষুধের তালিকা টাঙানো থাকে না। ফলে রোগীরা ঠিকভাবে ফ্রি ওষুধ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। শনিবার রাত ৯টায় নারীর মানবাধিকার এবং চলমান সংকট শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কুড়িগ্রামের টেরেডেস হোমস-এর হলরুমে আয়োজিত আলোচনা সভায় ড. মিজানুর রহমান বলেন, স্বাস্থ্য বিভাগের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। এ দুর্নীতির ঘূর্ণিপাক থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনকল্পে সকলকেই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। তিনি বলেন, হাসপাতাল ও আদালত চত্বরে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানার পরে তারা যখন কোনো ব্যবস্থা নেয় না তখন আমরা অবাক হই।

এখানেই চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। যে কোনো অধিকার আদায়ের কাজ শুধুমাত্র সরকারের নয়। আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম ২৭ বিজিবির কমান্ডিং অফিসার আব্দুর রাজ্জাক তরফদার ও কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদের সভানেত্রী নন্দিতা চক্রবর্তী।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।