আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব হাসছে; আপনি কেন কাদবেন....... আপনিও হাসুন

আমি কোনকিছুই সু-ভাবে প্রকাশ করতে পারি না।

সাকিব কে মাইকেল আথারটন ডাকলেন। উনি বিশ্বের একনম্বর অলরাউন্ডার। গেলেন। মাইকের সামনে পোজ নিয়ে দাড়ালেন।

একটা, দুইটা প্রশ্নের জবাব দিলেন। তারপর আথারটন সাহেব প্রশ্ন করলেন, "সবাই প্ল্যাকার্ড ছুড়ে মারছে, জুতা দেখাচ্ছে, এটাই কি ঠিক সময় ঢাকা থেকে চিটাগাং যাওয়ার?" উফ!!!!! কি হাসি!!!!! উনি যেন কেবল হিমালয় জয় করে ফিরলেন...... পেপসোডেন্টের বিজ্ঞাপনে কাজ করছেন। কি আত্মবিশ্বাস!!!!!! খেলাতেই যা একটু কম!!!!!!! আসুন, দেখি আজ বাংলাদেশ কেন হারলো: (গপোনীয় সূত্রে প্রাপ্ত) # হাছিনা আপা সাকিবের প্রথম ম্যাচে ব্যাটিং নেওয়ার সমর্থন জানিয়েছেন। তাই, সাকিবরা আজ তাড়াতাড়ি ম্যাচটা শেষ করে হাছিনা আপার বিদ্যুৎ সাশ্রয় করলো। কি অনুগত!!!! #আজ হেরে ইংল্যান্ডকে বলে রাখলাম দেখো আমরা কত খারাপ খেলি।

কিন্তু, আসো খেলতে, "ধরে দিবানি" !!!! # আমরা চ্যালেন্জ পছন্দ করি। কি সব কালাদের হারিয়ে পরের রাউন্ডে যাবো!! আমরা ধলাগুলোরে হারিয়ে যাবো। # আমরা ইন্ডিজ দলের ক্যাচিং পরীক্ষা নিচ্ছিলাম আজ। সবগুলোই নিলো, ভালো। ১০ এ ১০!!!!! # কারা যেন কথা তুলছে সহযোগীদের বিশ্বকাপ খেলা থেকে বাদ দিতে হবে।

দেখ্ তোরা!!!!! কারা সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে এই কাপে। দে দেখি বাদ সহযোগীদের পরের বিশ্বকাপ থেকে!!!!! শুধুমাত্র, আয়ারল্যান্ডকে হারিয়ে একটা ভুল হয়ে গেছে। ওদের জিততে দিলে ওরা পরের রাউন্ডে যেতো; আর আমাদের আজ হারার জন্য শেষ কারণটা একটু পাকাপোক্ত হতো। আফসোস্ !!!!!!!!!!! কিন্তু, আজ ম্যাচ দেখে যতটা না কষ্ট পেয়েছি; তার থেকে ঢেড় কষ্ট পেয়েছি সাকিবের নির্লজ্জ ঐ হাসিতে। ধিক্! সাকিবকে শত ধিক্!!!!!!!!!! আমরা টাইগার হই আর বিলাই হই, বিশ্বকাপ থেকে বিদায়।

বিদায় বিশ্বকাপ ক্রিকেট ২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.