আমাদের কথা খুঁজে নিন

   

কাঁটাযুক্ত বেলুনের মতো মাছ

পোকামাকড়

এই অসাধারণ মাছটির নাম পরকিউপাইন মাছ । এ মাছ সমুদ্রে বসবাস করে । এ মাছ পৃথিবীর সকল উষ্ণমন্ডলীয় সমুদ্রতীর অঞ্চলেই পাওয়া যায়। এই মাছ ১ ফুট পর্যন্ত হতে পারে । এরা সাধারণত: প্রবাল আছে এমন অঞ্চলেই থাকে ।

এই মাছ কোন কারণে ভয় পেলে যেমন শিকারি তাকে খাওয়ার জন্য চেষ্টা করলে তখন এরা পানি বা বাতাস খেয়ে এর দেহ কয়েকগুণ ফোলাতে পারে । এছাড়া এর দেহ কাঁটা দ্বারা আবৃত । তাই যখন বেলুনের মতো ফুলে যায় তখন এই ধারালো কাঁটাও বড় হয়ে যায় । এর ফলে কোন শিকারি প্রাণীর পক্ষে এই মাছটাকে খাওয়া খুব অসম্ভব হয়ে পড়ে । তারপরেও খুধার্থ হাঙর,শিকারি তিমি বা কিলার হোয়েল এই মাছকে একটু কষ্ট করেই খায় ।

আরকেটা ভয়ংকর ব্যাপার হলো এর শরীরে যেমন লিভারে ভয়ংকর বিষ আছে । যার নাম টেট্রোডোটক্সিন । এই মারাত্নক বিষ ১২০০ শক্তিশালী সাইনাইড বিষ থেকে ভয়ংকর। একটি পূর্ণ বয়স্ক মাছে যথেষ্ট পরিমাণ বিষ থাকে যা দ্বারা ৩০ জন মানুষকে মেরে ফেলা সম্ভব । তবে এ ভয়ংকর মাছ না খেলে কোন সমস্যা নাই ।

কারণ এর কাঁটা বিষাক্ত নয় । কাঁটার কারণে কোন অংশ কেটে গেলে খুব সমস্যা নাই । এছাড়া এ মাছ কোন কামড় দেয় না । সমুদ্রে এরকম অনেক বিরল,অসাধারণ প্রাণী আছে । এর মধ্যে এই মাছ একটি ।

যার বৈশিষ্ট্য দেখলে আমরা খুব অবাক হই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.