আমাদের কথা খুঁজে নিন

   

হোমিওপ্যাথির টিভি বিজ্ঞাপন কী আদৌ এর জনপ্রিয়তা বাড়াচ্ছে

মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে ।

বেশ কিছু বেসরকারী চ্যানেল এ হোমিওপ্যাথির বিজ্ঞাপন দেখে অবাক লাগে। আগত রোগীদের বক্তব্য শুনে আরেকটু হাসি বাড়ে। তাদের সবার বক্তব্যই মোটামুটু একই রকম। রোগীর মতে তিনি আগে বেশ কয়েক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু কোনখানে উপকার পাননি।

অবশেষে তিনি অমুকের কথায় এখানে এসেছেন এবং এখন অনেকখানি সুস্থ। সবার বক্তব্যই কেমন জানো মুখস্ত করা মনে হয়। উপস্থাপকের কন্ঠে শোনা যায় এখানে কী কী রোগ ভালো হয়। এক সময় উপস্থাপক হোমিও ডাক্তারের সাক্ষাতকার নেন। তিনি তার যথাসাধ্য স্মার্টনেস এর সাথে হোমিওপ্যাথির সুফল বর্ণনা করেন।

ব্যস... এই প্রসার কিংবা প্রচারণা কি হোমিওপ্যাথির আদৌ কোন উপকার করছে? এই হোমিওপ্যাথির কাছে ছুটছে কারা? হোমিওপ্যাথির টিভি বিজ্ঞাপন কী আদৌ এর জনপ্রিয়তা বাড়াচ্ছে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।