আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ণতার পথে ভ্রান্তি !

আমার কি আছে , অথবা কি ছিল,ফুলের ভিতরে -বীজের ভিতরে যেমন আগুন.....

বড় অপূর্নতা রয়ে যায়, পূর্ণচাঁদ ! কৃষ্ঞপক্ষের গভীর অন্ধকার থেকে একটু একটু করে পূর্ণিমার পথে যাত্রার সাধ ছিল- আমারও। প্রতি পদক্ষেপে- ভ্রান্ত অনুভব বলেছে অজানিতে- সঠিক তীর্থ পথে চলেছি একাগ্র । একটু এগুলেই সুবর্ন পূর্ণতা । পূর্ণচাঁদ! আজ তোমার অমন মোহন পূর্ণতায় চোখ রেখে- কেবলই দীর্ঘতমশ্বাস ! বড় অপূর্নতা রয়ে গেল, পূর্ণচাঁদ !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।