আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে মুমূর্ষু ধর্ষিতাকে বাঁচাতে পুলিশের নন্দিত পদক্ষেপ



যশোর : যশোরে মুমূর্ষু ধর্ষিতা এক গৃহবধূকে বাঁচাতে পুলিশ নন্দিত পদক্ষেপ নিয়েছে। রক্তশূণ্যতায় হাসপাতাল শয্যায় শুয়ে যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওই গৃহবধূ, তখনই এগিয়ে আসেন যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জসহ (ওসি) দুই এসআই ও দুই কনস্টেবল। তারা সবাই মিলে পাঁচ ব্যাগ রক্ত দিয়ে মৃত্যুর কোল থেকে ছিনিয়ে আনেন ওই মহিলাকে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। যশোর কোতয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় এক গৃহবধূ (২৫) ধর্ষণের শিকার হন।

তার চিৎকারে স্থানীয় নাসিরউদ্দিন নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে রাতেই মহিলাকে দেখতে যান যশোরের পুলিশ সুপার কামরুল আহসান, এএসপি (হেডকোয়ার্টার) রেশমা আক্তারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেই সময় রক্তশূণ্যতায় মহিলা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বলে জানান ডাক্তাররা। দ্রুত রক্তের ব্যবস্থা করতে না পারলে তাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। সাথে সাথে সেখানে উপস্থিত ওসি এমদাদ, এসআই প্রণব চৌধুরী, এসআই হাফিজুর রহমান, কনস্টেবল হুমায়ুন ও কনস্টেবল আতাউরের রক্ত পরীক্ষা করা হয়।

তাদের সবার রক্ত ওই মহিলার রক্তের গ্রুপের সাথে মিলে গেলে পাঁচ ব্যাগ রক্ত দেন তারা। মুমূর্ষু মহিলাকে বাঁচাতে পুলিশের এ উদ্যোগের কথা শহরে ছড়িয়ে পড়লে তা অনেকেরই প্রশংসা কুড়ায়। ধর্ষিতা মহিলার ¯^vgxi বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার নলতা গ্রামে। ভরণ-পোষন না দেয়ায় ¯^vgxi ঘর ছেড়ে তিনি যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে পিতার বাড়িতে বসবাস করতেন। একইসাথে তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।

বুধবার শহরের রাজারহাট নমেজ সর্দার প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ভবনে নির্মাণকাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন। কোতয়ালি মডেল থানার ওসি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ধর্ষক সাইফুলকে আটক করা হয়েছে। সাইফুল ধর্ষণের কথা ¯^xKvi করেছে। ওসি জানান, ধর্ষিতা এখন আশঙ্কামুক্ত। তাকে সুস্থ করে তোলার জন্য উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।

#

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।