আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে তরিকুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে ১০ মামলা



যশোর : মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক, সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক ও বিশেষ প্রতিনিধির বিরুদ্ধে ১০টি মামলা হয়েছে যশোরের আদালতে। বৃহস্পতিবার যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলামের আদালতে ৬টি মামলা করেন বেনাপোল পোর্ট থানা এলাকার পুটখালি গ্রামের সিরাজুল ইসলাম, আব্দুল গণি, নোয়াজ্জেদ আলী, শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের ইলিয়াস কবীর বকুল ও আমিনুর রহমান এবং একই উপজেলার চালিতাবাড়িয়ার হাসান সিরাজ আহম্মেদ। এর আগেরদিন বুধবার একই কোর্টে একই অভিযোগে আরও চারটি মামলা করেছিলেন শার্শা উপজেলার দক্ষিণ বারপোতা গ্রামের সাবেক ইউপি †g¤^vi আব্দুর রাজ্জাক, খলসি গ্রামের ব্যবসায়ী আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম ও আবাইবাস গ্রামের রায়হান। সবগুলো মামলায় লোকসমাজ পত্রিকার প্রকাশক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সম্পাদক নার্গিস বেগম, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ও বিশেষ প্রতিনিধি সুন্দর সাহাকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগগুলো আমলে এনে শার্শা ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আগামি ২০ এপ্রিলের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণীতে বাদিরা উলে¬খ করেছেন, পত্রিকাটি হেয় প্রতিপন্ন করতে তাদের জড়িয়ে বিভিন্ন সময়ে বানোয়াট ও মানহানিকর সংবাদ পরিবেশন করেছে। এতে তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর প্রতিকার পাওয়ার জন্যই তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।