আমাদের কথা খুঁজে নিন

   

প্রায়শ্চিত্ত।।।।।।।।।।



: কিরে তুই দরজা বন্ধ কের হাউমাউ করে কান্দস কেন, তোর কি হইছে। : না, বিয়া করুম না। : মানে, বিয়া করবি না মানে, কি কস। : হু। আমি যা কইছি ঠিকই কইছি।

: কিন্তু তোর তো বিয়া হইয়া গেছে। :: আবার ও কান্দস, লোকে শুনলে কি বলবে, : লোকে আবার কি বলবে, আমি যে সিদ্ধান্ত নিসি তা ফাইনাল, : মানে তোর সমস্যা কোনখানে, বিয়া কইরা কইতাছত বিয়া করবি না, এই কথা তুই বিয়ার আগেই কইতি। :: বিয়ার আগে কমনে কমু, বিয়া করার পর জানতে পারলাম সে অন্য একটা ছেলেকে ভালবাসে, তাদের নাকি চার বছরের সর্ম্পক, । । :: তাতে তোর সমস্যা কোনখানে, এমন, বিয়ার আগে অনেকের সর্ম্পক থাকে।

সেই সব ধরলে হয় নাকি। কান্নাকাটি বন্ধ কর। মেয়ের বাড়ির লোকজন আছে। শেষে তারা কি মনে করে বসে। : দেখ, বড় আপা তারা কি মনে করল তাতে আমার কিছু যায় আসে না, আমি চিন্তা করতাছি সেই ছেলেটার কথা, যে কিনা ব্লগে লেখেছে তাদের খুবই গভীর সর্ম্পক ছিলো, দু'জনে দু'জনকে অনেক ভালোবাসতো , :: বুঝলাম তোর সব কথাই ঠিক আছে,. এখন তুই কি করতে চাস।

:: জানি না আমি এখন কি করবো , তবে একটা কিছু করা দরকার, আমার কারনে .............এটা মানতেই পারছি না................... :

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।