আমাদের কথা খুঁজে নিন

   

স্নোডেনকে দেখতে রাশিয়া যাবেন বাবা লন

রাশিয়ায় অবস্থানরত এডওয়ার্ড স্নোডেনকে বাবা লন স্নোডেন দেখতে যাবেন বলে ঠিক করেছেন। 

রুশ টেলিভিশন চ্যানেল রোসিয়া ২৪’র সঙ্গে এক সাক্ষাতকারে লন স্নোডেন আশা করেছেন, তার ছেলে রাশিয়ায় সুরক্ষা ও নিরাপদ আশ্রয় পাবেন। স্নোডেন যদি বাকি জীবন রাশিয়ায় কাটিয়ে দেন তাহলে তিনি কিছু মনে করবেন না। 

লন বলেন, তার ছেলের যারা ক্ষতি করতে চায় তাদের থেকে স্নোডেনকে রক্ষা করার ক্ষমতা আছে রাশিয়ার। তিনি যদি তার ছেলে হতেন তাহলে তিনি রাশিয়ায় থেকে যেতেন এবং আশা করেন স্নোডেন তাই-ই করবেন।

লন স্নোডেন বলেন, তিনি মার্কিন বিচার বিভাগকে বিশ্বাস করেন না। এ প্রসঙ্গে তিনি উইকিলিকসের কাছে তথ্য প্রদানকরী ব্রাডলি ম্যানিংয়ের কথা উল্লেখ করে বলেন, তার সঙ্গে বিচার বিভাগ মারাত্মক অমানবিক ব্যবহার করেছে। এরপর আর মার্কিন বিচার বিভাগকে বিশ্বাস করা যায় না।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।