আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাস্থ মার্কিন দূতাবাসে জাল কাগজপত্র সরবরাহের দায়ে নিউইয়র্কে ফেডারেল কোর্টে ১ বাংলাদেশীর জেল-জরিমানা



পারিবারিক কোটায় ইমিগ্র্যান্ট ভিসার আবেদনপত্রে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং স্টেট ডিপার্টমেন্টে জাল ডক্যুমেন্ট সরবরাহের দায়ে নিউইয়র্কে বসবাসরত বরিশালের হুমায়ূন খানের ১৫ মাসের কারাদন্ড এবং ৪ হাজার ডলার জরিমানা হয়েছে। এছাড়া, তার ব্যসা প্রতিষ্ঠান থেকে জাল কাগজপত্র তৈরীর সরঞ্জাম আটকের সময় উদ্ধারকৃত ৪০ হাজার ডলারও বাজেয়াপ্ত করা হয়েছে। নিউইয়র্কের ব্র“কলীনে অবস্থিত ফেডারেল কোর্টে গত সপ্তাহে এ রায় ঘোষণা করা হয়। ইউএস এটর্নী অফিস থেকে বার্তা সংস্থা এনাকে আরো জানানো হয়েছে, কারাদন্ড ভোগের পর আরো ৩ বছর তাকে কর্তৃপরে মনিটরিংয়ে থাকতে হবে অর্থাৎ প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি সময়ে নিকটস্থ ফেডারেল অফিসে হাজিরা দিতে হবে এবং ফেডারেল অথরিটির অনুমতি ব্যতিত নিউইয়র্ক সিটির বাইরে যেতে পারবেন না। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।

তার কারাবাসের মেয়াদ শুরু হবে ২ মে থেকে। মামলার বিবরণ অনুযায়ী, হুমায়ূন খান বেশ কয়েক ডজন বাংলাদেশীর সাথে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নেন। ট্যাক্সের জাল কাগজ, চাকরির জাল নিয়োগপত্র ও বেতনের স্লিপ, বিয়ের সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট জাল করা ছাড়াও ইমিগ্রেশনের সাথে প্রতারণা ইত্যাদি অভিযোগে তাকে এ দন্ড দেয়া হয়। সবগুলো অভিযোগ তিনি বিনা বাক্যব্যয়ে স্বীকার করায় কারাবাসের মেয়াদ কম হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে, ২০০৮ সালের ৭ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়।

আরো উল্লেখ্য যে, গত সপ্তাহে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থান থেকে ১৪ বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে ক্রেডিট কার্ড ও মর্টগেজ জালিয়াতির মাধ্যমে ২১০ কোটি টাকার সমপরিমাণ ৩০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে। from... (নিউইয়র্ক থেকে এনা ) link.. http://www.Probasha Protidin.com 26/02/2011

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.