আমাদের কথা খুঁজে নিন

   

জার্মানির প্রথিতযশা স্থপতি মিস আনা হেরিঙ্গারের ওপর রোববার অবরোধ চলাকালে হামলার নিন্দা জানিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস

বিজয়ী সূর্য জার্মানির প্রথিতযশা স্থপতি মিস আনা হেরিঙ্গারের ওপর রোববার অবরোধ চলাকালে হামলার নিন্দা জানিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস। এর প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি লিখেছেন জার্মান রাষ্ট্রদূত কোনজি। তিনি এ ঘটনা জানিয়ে লিখেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়েও। জার্মান দূতাবাস থেকে গতকাল দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, মিস আনা হেরিঙ্গার একজন জার্মান নাগরিক।

তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন স্থপতি। ঘটনার দিন গাবতলী মার্কেট এলাকায় বিএনপির প্রতীক বহনকারী একদল লোক তার ওপর মারাত্মক হামলা চালায়। মিস হেরিঙ্গার জার্মানির উন্নয়ন সংস্থা হিআইজেড-এর পক্ষ থেকে বাংলাদেশ সফরে এসেছেন। ওই দিন সকাল সাড়ে ৭টার দিকে তিনি মাঠ পর্যায়ের একটি সফর শেষে গাবতলী মার্কেট এলাকা অতিক্রম করে ফিরছিলেন। তখন প্রায় ১৫ জনের একটি দল তার গাড়ি থামায়।

এর সবগুলো জানালা ভেঙে ফেলে। গড়ির চালককে টেনেহিঁচড়ে বের করে আনে। এ সময় জীবনের ভয়ে মিস আনা হেরিঙ্গার গাড়ি থেকে লাফিয়ে নেমে পালাতে সক্ষম হন। কিন্তু তার গাড়ির চালককে বেদম মারপিত করা হয়। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে এখন ভুগছেন।

জার্মান সরকারের অনুদানের ওই গাড়িটিতে পরে অগ্নিসংযোগ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, মিস আনা হেরিঙ্গারের চিত্রকর্ম নিউ ইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট ও ভেনিসে প্রদর্শিত হচ্ছে। তিনি স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার পেয়েছেন। পেয়েছেন গ্লোবাল এওয়ার্ড ফর সাসটেইনেবল আর্কিটেকচারে। অনেক বছর ধরে তিনি বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণে সহায়তা করছেন।

জার্মানিতে তিনি বাংলাদেশের জনগণের জন্য একটি বলিষ্ঠ কণ্ঠস্বর। দৈনিক মানব জমিনের এই লেখাটি পড়ে খুব খারাপ লাগল। অবরোধ এবং ভাংচুরের রাজনীতি থেকে বাংলাদেশ কবে যে মুক্তি পাবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।