আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র রমজান মাসের জন্য ১০টি গুরুত্বপূর্ণ Android Apps ও বিস্তারিত!

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই ? আশা করি ভালো আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালোই আছি । আমাদের প্রায় সকলেরই এন্ড্রয়েড মোবাইল রয়েছে । মোবাইলের মধ্যে এন্ড্রয়েড মোবাইল গুলোই আমার মতে কারণ এতে অনেক ধরনের গান , এপস, এবং ওয়াই-ফাই সাপোর্ট করে । এখন সেজন্য আমরা চাইলেই কিন্তু রমজান এর বিভিন্ন এপস অন্যান্য এপস এর মতো ডাউনলোড করে নামিয়ে নিতে পারি কিন্তু ভালো ভালো এপস গুলো আমরা পাবো কোথায়? তাই কথায় আছে না? "বিপদ যেখানে টিউনওয়ালা সেখানে" ( মজা করলাম ) তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ১০ এপ+প্রত্যেকটি এপ এর বিস্তারিত

তাহলে চলুন শুরু করিঃ
এই এপটির সাহায্যে আপনি জানতে পারবেন ইসলাম এর গোপনীয়তা, মুসলিম ভ্যালু, নামজের সময়, রমজানের বিষয়বস্ত,রান্না ইত্যাদি....
ডাউনলোড লিঙ্ক
 
এই এপটির সাহায্যে আপনি জানতে পারবেন নামাজের সময় , আরবী নাম, আরবী ছুটির দিন,কোনটি কিবলা অর্থাৎ পবিত্র কাবা শরীফের দিক, শুনতে পারবেন কুরআন ও আযান

এই এপটির সাথে সম্পূর্ণ কুরআন দেয়া রয়েছে আপনি কুরআন ও শুনতে পারবেন

ডাউনলোড লিঙ্ক
 
এর সাহায্যে আপনি সম্পূর্ন কুরআন অর্থ সহকারে দেখতে পারবেন এবং আরবী শুনতে পারবেন

ডাউনলোড লিঙ্ক
 
এই এপটির সাহায্যে আপনি সম্পূর্ণ কুরআন বাংলাতে শুনতে পারবেন

ডাউনলোড লিঙ্ক
 
এই এপটির সাহায্যে আপনি ইসলাম সম্পর্কে জানতে পারবে, সালাত সম্পর্কে জানতে পারবেন, সময় জানতে পারবেন

ডাউনলোড লিঙ্ক
 
এর সাহায্যে আপনি প্রায় আরবী শব্দের মানে বুঝতে পারবেন

ডাউনলোড লিঙ্ক
 
এই এপটির সাহায্যে আপনি আল্লাহর নিরানব্বইটি নাম ও এর মানে বুঝতে পারবেন

ডাউনলোড লিঙ্ক
 
এর সাহায্যে আপনি রমজান এর অনেক গুলো সুন্দর সুন্দর ওয়াল্পেপার পাবেন

ডাউনলোড লিঙ্ক
 
আমরা অনেকেই সাহরি সময় উঠতে পারিনা কিন্তু এই এপটির সাহায্যে আপনি সাহরি ও ইফতার এর জন্য এলার্ম দিয়ে রাখতে পারবেন প্রতিদিন একা একাই আপডেট হয়ে নিজেই এলার্ম দিয়ে দিবে আপনার কিছু করা লাগবে না

ডাউনলোড লিঙ্ক
 
আপনাদের জন্যই কষ্ট করে টিউন করা । যদি ভালো লেগে থাকে দয়া করে একটি কমেন্ট করে জানান ,আজকের মত এখানেই শেষ করছি । ধন্যবাদ

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.