আমাদের কথা খুঁজে নিন

   

উপপাদ্যের কবিতা : মহা পাপ ছুঁয়েছে তোমাদের

বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

মহা পাপ ছুঁয়েছে তোমাদের কাগজে লেখা শিরোনাম ভাবেনা সম্পাদক তাই ছাপার অক্ষরগুলো হয় মৃত্যু সংবাদ ঝুলন্ত লাশ ঝুলেই থাকে, তবু পাষান হৃদয় তুমি পড়েছো কখনো? বুঝোনা অর্থ কিংবা বুঝেছো কভু? ধংস্স হয়েছে সডম, কেন, কি কারন জানো? তোমরা জানোনা কিছই জানবেনা কখনো পৃথিবী ডুবে আছে পাপে, পাপগ্রস্থ আমি, নওকি তুমি? অসীম কলংক বিনাশী বর্জের এ পঙ্কিল ভূমি গ্রীষ্ম-বর্ষা রাত এখানে জোয়ারের মতো ঝড় যতো বেড়ে চলে পাপ বাড়ে ততো এ পৃথিবী পাখির নয়................ হায়..... বিষ্ঠা অথবা বর্জের তবুও জানবেনা কেউ কি কারণ, ধংস্স হলো সডমের

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।