আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়জন, প্রিয়মুখ



প্রিয়জনই পারে বদলে দিতে আমাদের চারপাশ। মনে করুন খুব খারাপ একটি সময়ের ভিতর দিয়ে যাচ্ছেন - হয়তো পরীক্ষার ফল খারাপ হয়েছে অথবা অফিসে হয়েছে কলিগের সাথে কথা কাটাকাটি। মনটা খুব খারাপ, জীবন আপনার সাথে বেঈমানী করেছে ভাবছেন। এমন সময় প্রিয় একটি মুখ, প্রিয় একটি মানুষের দু'টি কথা নিমিষেই বদলে দেয় চারপাশ। মনে হয়, জীবনটা তো আসলে অতটা খারাপ নয়। মায়ের কোলে বা বাবার কাঁধে মাথা রেখে বা ছোট বোনটিকে জড়িয়ে ধরে বা প্রিয়মানুষের হাতে হাত রেখে আমাদের মানবমনে যেমন প্রশান্তি অনুভূত হয়, তা অন্য কিছুতে খুব কম সময়ই হয়। দেশের বাইরে গিয়ে তাই আমরা খুঁজে ফিরি একটি ভাল বন্ধু। দেশে ফেলে আসা প্রিয়বন্ধুদের প্রিয়মুখগুলো খুঁজে ফিরি অচেনা শহরে। প্রিয় মানুষগুলোকে ছাড়া পৃথিবীটা কেমন হতো? বর্ষার প্রথম বৃষ্টি, বসন্তের প্রথম দিন বা ভরা জোছ্‌না এখনকার মতই এত মধুর, এত আনন্দময় হতো কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।