আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়জন হারিয়ে যাওয়ার পরই আমরা বুঝতে পারি সে কত মূল্যবান

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
আমরা জন্মের জন্য আমাদের মা বাবার কাছে ঋণী। সেই ঋণ শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক, অর্থনৈতিক, বংশীয় ইত্যাদি সব দিক থেকেই । সেই ঋণের বোঝা এতই বেশি যে সেটা কোন হিসাবের মধ্যেই ফেলা যায় না। আমরা সারা জীবন বিভিন্ন মানুষের ঋণ শোধ করার চেষ্টা করি। কারো কারো ঋণ শোধ করেও ফেলি।

কিন্তু মা-বাবার ঋণ চেষ্টা করলেও শোধ করতে পারি না। চিরঋণী হয়ে থাকতে হয় তাদের কাছে। কিন্তু প্রত্যেকটি মানুষকেই বাবা মা হারানোর বেদনা সহ্য করতে হয়। সন্তানের কাঁধে চড়ে এক দিন তারা মহাপ্রয়াণ করেন। চির দিনের জন্য এই নশ্বর পৃথিবী থেকে হারিয়ে যান তারা।

কেবল পেছনে ফেলে রেখে শোকাতুর সন্তান আর অসংখ্য অসংখ্য স্মৃতি। আজ ১৭ সেপ্টেম্বর। গত বছর ঠিক এই দিনেই আমার মা আমাদের ছেড়ে চলে যান। কেটে গেছে বছর । কিন্তু এখনও মনে হয়, তিনি আছেন।

মনে হয়, এই তো বিছানা ছেড়ে উঠে এসে বলছেন, কেমন আছিস বাবা ? এখনও রাত জাগিস ? অথচ বাস্তব বড় নির্মম। তিনি চলে গেছেন সকলের ধরা ছোঁয়ার বাইরে। কেবল স্মৃতি হয়ে বেঁচে আছেন আমাদের অন্তরে। এটাই মানব জন্মের নিয়তি। তিনি বেঁচে থাকতে বুঝি নি, একদিন তিনি হারিয়ে যাবেন।

বুঝি নি বলেই, কত অন্যায় আবদার করেছি। আজ উনি হারিয়ে যাওয়ার পর বুঝতে পারছি, উনি আমার জীবনে কত মূল্যবান ছিলেন। আসলে, প্রিয়জন হারিয়ে যাওয়ার পরই আমরা বুঝতে পারি সে কত মূল্যবান ছিল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।