আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি জিমেইল ব্যবহার করেন ?? আপনি কি জিমেইল এর এই জিনিস গুলো জানেন??

ভাল লাগার ও না লাগার কিছু কথা

সবাইকে আমার সালাম। কেমন আছেন আপনারা। আজ আমি জিমেইল কিছু টিপস দেওয়ার চেস্টা করবো যা আপনাদের একটু হলেও কাজে লাগতে পারে। অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করুন আপনার হয়ত আপনদের ইমেইল অ্যাড্রেস দিয়ে অনেক ওয়েব সাইট এ বিভিন্ন কারনে সাইন আপ করে থাকেন , কিন্তু এক সময় দেখা যায় এই সব সাইট থেকে প্রতি দিনে আপনাকে অনেক অপ্রয়োজনীয় মেইল (নিউজ লেটার ) পাঠাছে আপনাকে কেউ কোন একটি একটি মেইল অ্যাড্রেস থেকে আজেবাজে মেইল পাঠাচ্ছে , যা অনেক বিরক্তিকর icon sad আপনি কি জিমেইল ব্যবহার করেন ?? আপনি কি জিমেইল এর এই জিনিস গুলো জানেন?? | Techtunes এখন আপনি কি করবে ? হ্যা আপনি ইচ্ছা করলেই এই বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করতে পারেন খুব সহজেই । কিভাবে করবেন তা নিম্নে দেওয়া হলঃ * প্রথমে এ আপনার একাউন্ট এ লগইন করুন ।

* তারপর উপরের ডান কনায় , settings এ ক্লিক করতে হবে । * settings এ ক্লিক করলে একটি পেজ আসবে , সেখানে Filters এ ক্লিক করুন । * তারপর নতুন যে পেজ আসবে তাতে Create a new filter এ ক্লিক করুন । * এবার একটি ফর্ম আসবে তাতে আপনার বিরক্তিকর মেইল অ্যাড্রেস সহ ফর্ম পরুন করুন এবং নেক্সট করুন । * এবার আপনার আপনি যা করতে চান তা সিলেক্ট করে নেক্সট করুন ব্যস কাজ শেষ ।

এবার আর বিরক্তিকর মেইল অ্যাড্রেস আপনাকে আর বিরক্তি করতে পারবে না । আপনার জিমেইলের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন আপনি আপনার জিমেইল একাউন্ট যখন ব্যবহার করেন , তখন দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড টা সাদা । আপনি ইচ্ছা করলেই এখানে অনেক সুন্দর সুন্দর থীম ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন তা নিন্মে দেওয়া হলঃ * উপরের ডান কনায় , settings এ ক্লিক করতে হবে । * settings এ ক্লিক করলে একটি পেজ আসবে , এবার এখান হতে থীম নামে একটা অপশন পাবেন, তাতে ক্লিক করুন।

* এবার সেখানে অনেক ধরনের থীম পাবেন , সেখান হতে আপনি আপনার পসন্দের থীম নির্বাচন করুন এবং সেভ করুন। প্রয়োজনীয় কিছু জিমেইল কী-বোর্ড সর্টকাট আপনি ইচ্ছা করলে মাউস ছাড়া জিমেইল এর বিভিন্ন কাজ করতে পারেন , এখানে আমি আপনাদের কিছু সর্টকাট দিবো যা আপনাদের অনেক কাজে আসবে আশা করি। তবে এই সর্টকাট ব্যবহারের আগে আপনাকে একটু কাজ করতে হবে। কাজ করতে প্রথমে ডান কনায় , settings এ ক্লিক করতে হবে । settings এ ক্লিক করলে একটি পেজ আসবে সেখান থেকে জেনারেল অপশন জান এবং সেখানে কী-বোর্ড সর্টকাটে অন করে দিন ।

এবার নিচের সর্টকাট গুলো ব্যবহার করুনঃ * g তারপর i – ইনবক্স দেখার জন্য * g তারপর s – Open Starred. * g তারপর t – মেইল পাঠানোর জন্য * g তারপর d – ড্রাফ দেখার জন্য * g তারপর a – সকল মেইল একবারে দেখার জন্য * g তারপর c – কনটাক্ট দেখার জন্ * g তারপর k –Tasks দেখার জন্য * c বা * তারপর d – নতুন মেলই লেখার জন্য * r – মেইলের রিপ্লাই দেওয়ার জন্য আশা করি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে। আর এইচ.এস.সি পরিক্ষাথি যারা আছেন তারা যদি রুটিন পেয়ে না থাকেন এখান থেকে ডাউনলোড করে নিন । এই পোস্ট সর্বপ্রথম বিডি টিউটোরিয়ায়ল২৪ ব্লগে প্রকাশিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।