আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমাতে দেয় না পূর্ণিমার চাঁদ

মানুষের ঘুমের উপর চন্দ্রচক্রের প্রভাব লক্ষ করা গেছে নতুন এক গবেষণায়। এক প্রতিবেদনে ইয়াহু নিউজ জানিয়েছে, পূর্ণচন্দ্রের সময় মানুষের ঘুম কম হয়।
৩৩ জন সেচ্ছাসেবক নিয়ে গবেষণা চালানো হয়েছিল। তারা বেশকিছু রাত গবেষণাগারে ঘুমিয়েছিলেন। তাদের ব্রেইনের কাজের উপর, চোখের নড়াচড়া ও হরমোন লেভেলের উপর নজরদারি করেছেন গবেষকরা।


গবেষণায় দেখা গেছে, পূর্ণিমার সময় স্বেচ্ছাসেবকরা আগের তুলনায় পাঁচ মিনিট বেশি সময় ব্যয় করেন ঘুমানোর চেষ্টাতে। এ ছাড়াও আগের থেকে ২০ মিনিট কম ঘুমান তারা। মেলাটনিনের মতো ঘুম নিয়ন্ত্রণকারী হরমনগুলোও কমে যায় এ সময়।
পূর্ণিমার রাতগুলোতে স্বেচ্ছাসেবকদের কাছ থেকে কম ঘুমানোর অভিযোগ পাওয়া যায়। যদিও তারা এ বিষয়ে জানতেন না।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।