আমাদের কথা খুঁজে নিন

   

আমি একটু শান্তিতে ঘুমাতে চাই ...

আজ কেউ নেই আমার পাশে ... সবাই আমকে পাশ কেটে যেতে চায় ... কেও বা আবার যায় ... অনেক কষ্ট হই আমার ... ভাবতে থাকি আমার মত তাহলে কি সবার আই অবস্থা ... আমি সম্প্রতি বাবা হারা আক ছেলে বলছি ... গ্রেজুয়েশান শেষ করতে না করতে বাবা মারা গেলেন ... সবে মাত্র জীবন কি তা জানতে শুরু করেছি ... বাবা ছিলেন সচ্ছল ... আয় এর একটা উপায় করে গিয়েছিলেন তিনি ... বাবা মারা যাবার পর বাবার ব্যাবসা আমি পরিচালনা করতে শুর করলাম ... শুরু হল আমার যুদ্দ আমার ছারপাশ এর সাথে ... কেউই ছাই না আমি ভাল করি ... কেউই ছায় না আমি সুখে থাকি ... বিভিন্ন সময় নানা লকজন আসে ... কেও বলে আমি তোমার যায়গায় কিছু অংশ পাব ... কেও বলে আমি ওইদিকে আক্তু পাব ... কেও আবার মোবাইলে হুমকি দেয় মেরে ফেলার ... নিজ এর ফুফাতো ভাই জাল দলিল করে আমাদের থাকার বাদির মদ্দে ... কোনদিকে সামলাব ... মাঝে মাঝে মাথার ঠিক দুই পাশে পছন্ড বেথা করে ... চোখ দিয়ে পানি ফেলতে পারি না মা, ছোট ভাই, বোনটি কষ্ট পাবে বলে ... এলাকার মুরুব্বীরা কেমন জানি ... কেউ ন্যায় কাথা বলে না ... সবাই ছুপ করে থাকে ... জোর যার মুল্লক তার অবস্থা ... বিচার চেয়ে বিচার পাই না .. . অনেক দিন ঘুমাই না ঠিকমত ... হাসতে ভুলে গেছি আমি ... ভাবি ... মানুষ গুল এমন কেন ??? আমি তো কারো ক্ষতি করি না ... তাহলে সবাই কেন আমার ক্ষতি করার জন্য এমন উঠেপড়ে লেঘেছে ... আমার বাবা নেই, এইটাই আমার অন্যায় ...???? আমার মতো অল্প বয়সে বাবা হারাদের কি আই অবস্থা ...।।???? আমি আর পারছি না ... মাথাই একটাই ছিন্তা আখন ... কবে পারব একটু শান্তিতে ঘুমাতে??? বেঁচে থেকে ঘুমাব নাকি নিঃশ্বাস বন্ধ হবার পর ...????? আমার অনেক স্বপ্ন...!!! মাকে ঘিরে, ছোট ভাইটিকে নিয়ে...!!! ছোট বোনটিকে নিয়ে...!!! অনেক, অনেক স্বপ্ন...!!! তোমরা কি দেবে না আমায় স্বপনটা পূরণ করতে...???????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.