আমাদের কথা খুঁজে নিন

   

ভিকারুন্নিসার সেই হামিদা আলীর স্কুল এখন



বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষিকা হচ্ছেন মিসেস হামিদা আলী। তিনি দীর্ঘদিন ভিকারুন্নিসা নুন স্কুলের অধ্যক্ষা ছিলেন। সরকারের সাথে ঝামেলায় ছেড়ে দিয়ে এখন গড়েছেন সাউথ পয়েন্ট স্কুল। গুলশানের এই স্কুলের নাকি এখন বেহাল দশা। আমার ভাতিজি পড়ে সেই স্কুলে।

আজ স্কুল থেকে ফিরে জানালো, জানো কাক্কু, আমাদের স্কুলে না এখন নিয়মিত ক্লাস হয় না। আজ ৩টা ক্লাস হয়নি। কেন? জিজ্ঞেস করাতে বললো, স্যাররা স্কুলে আসলেও আড্ডাবাজিতে ব্যস্ত থাকে। আমি বলি, তোমরা উপরে অভিযোগ করো না কেন? তখন উত্তর দিল, অভিযোগ করলে স্যাররা/মিসরা মাইন্ড করে। পরে পরীক্ষায় নাম্বার দিবে না।

স্কুল ছাড়তে হবে। ভাবলাম, এতো দেখি মহা সমস্যা। ভাতিজি বললো, তুমি তো ব্লগ করে নামে-বেনামে। আমাদের স্কুল নিয়ে একটু লিখো তো....... সেজন্যই এই ব্লগের অবতারণা........ আমাদের দেশ থেকে লেখাপড়া কি ধীরে ধীরে চাঙে উঠে যাচ্ছে? হামিদা আলীর স্কুলের যদি এই অবস্থা হয় তবে হোসেন আলীর অবস্থা কী রকম!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।