আমাদের কথা খুঁজে নিন

   

চলেনারে মেশিন চলেনা

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি। মেশিন চলেনা চলেনা, চলেনারে মেশিন চলেনা । লইয়া মেশিন সাথে, যাইতেছিলো কলিজুর কাছে । মধ্যপথে ঠেকলো মেশিন, উপায় বুদ্ধি মেলেনা ।

মেশিন চলেনা চলেনা, চলেনারে মেশিন চলেনা । কলিজু এ যতন করে, তেল দিয়েছে মুষ্ঠি ভরে । মেশিন চালায় মেশিনম্যানে, ভাল মন্দ বোঝেনা । মেশিন চলেনা চলেনা, চলেনারে মেশিন চলেনা । মেশিনে ময়লা জমেছে, বুলেট গুলো শেষ হয়েছে ।

পার্টসগুলোতে ক্ষয় হয়েছে, যখন তখন চেতে না । মেশিন চলেনা চলেনা, চলেনারে মেশিন চলেনা । মেশিনে ব্যতিক্রম করে, কন্ডিশন ভালো নয়রে । কখন যেন নিস্তেজ হয়ে, ঘটায় কোন দুর্ঘটনা । মেশিন চলেনা চলেনা, চলেনারে মেশিন চলেনা ।

চুঈদী হুগুর ভাবছে এবার, নিস্তেজ মেশিন কি করবে আর । লইট্যা ফিশ আর পাবেনা, করতেছে তাই ভাবনা। মেশিন চলেনা চলেনা, চলেনারে মেশিন চলেনা.. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.