আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ি চলেনা, চলেনা, চলেনারে...

আমি আশা করবো..”তুমি আমাকে বুঝবে

গাড়ি চলেনা, চলেনা, চলেনারে...গাড়ি চলেনা..। গাড়ি যেন আর চলেই না। জগদ্দল পাথরের মতো পীচঢালা পথের ওপরে যেন চেপে বসে আছে। পুলিশ কমিশনার আজ বলেছেন রোজার আগে এটা নাকি স্বাভাবিক। কি অদ্ভুত কথা ! কথার ফুলঝুরি শুনতে শুনতে আমরা হাপিয়ে উঠেছি।

সব সরকারই সাশনামলের শুরুতেই রাস্তার জ্যামকে ফু দিয়ে উড়িয়ে দেন। আসলেই কিন্তু ফু দিয়ে উড়িয়ে দেয়া সম্ভব..... কিভাবে ? ঢাকা থেকে গার্মেন্ট কারখানা ও গার্মেন্ট রিলেটেড যে অফিসগুলো আছে সেগুলোকে ঢাকার বাইরে পাঠিয়ে দিন। প্রয়োজনে সহজ শর্তে লোন দিন। প্রায় ৩০ লাখ লোক ঢাকার বাইরে । ঢাকার বাইরের কোন গাড়ি ঢাকার ভেতরে ঢুকবে না, সিটি বাসগুলোই শুধুমাত্র সিটিতে চলবে।

করে দেখুনতো জানজট আছে কিনা ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.