আমাদের কথা খুঁজে নিন

   

বলুন তো এরা কারা, এবং কি বুঝলেন?

আসুন আমরা সবাই একটি পরিচয়ে একাত্ব হয়। পরিচয়টি হলো 'বাংলাদেশী'।

...... ননদ: ওরা কি জানেনা পূলক চলে গেছে, কিন্তু ওর অস্তিত্ব যে আমাকে ঘিরে আছে। আমি যে প্রতি মূহুর্ত ওকে ফিল করতে পারি। আমি যে ওকে একফুঁটাও ভুলতে পারি না।

তাহলে আমি অন্য কাওকে কিভাবে গ্রহণ করবো? কেমন করে নিবো? ওরা বোঝেনা...? ভাবী: বোঝে.... ----------------------------------------- ভাবী: আজও যাবি? ননদ: আমাকে যে যেতেই হবে । ভাবী: এভাবে আর কত দিন? ননদ: অনন্ত কাল.... ভাবী: রুবা প্লিজ। নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে দিসনা... ননদ: ...আমিতো আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছি না। আমি আমার জীবনটাকে আরও পূর্ণতা দিচ্ছি। আমি যাকে... ধারন করেছি, তাকে অতি যত্নে লালন করছি... ভাবী: তোকে দেখলে আমার খুব অবাক লাগে! আজকাল কেও কাওকে এমন ভাল বাসতে পারে? অবাক হয়, ভাল লাগে! -------------------------------------------- সত্যিই! জানেন পাঠক, আমি এখনও ভাবি..আর অবাক হয়।

এরা আমাদের সমাজের বিবেক হয়ে ভেসে আসে, আনন্দ দেয়, ভাল লাগায়। কিন্তু এদের বাস্তব জীবন কি নাটকের মত, নাকি অন্য রকম? আমার কষ্ট লাগে, কেনো এমন হয়! নাটক থেকে আমরা শিক্ষা নিই, কিন্তু যারা নাটক করে তারা শিক্ষা নেবে কার কাছ থেকে! -------------------------------------------- যাহোক বলুন তো এরা কারা, এবং কি বুঝলেন?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.