আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের দিনে.....দেশকে নিয়ে একটা আশার কথা বলুন,একটা স্বপ্নের কথা বলুন


এটা আমাদের দেশ। আমার পরিচয়... সবার প্রিয় দেশ। আমার মায়ের মত। যত কষ্ট থাকুক না কেন। মুখ বুঝে সহ্য করে যায়।

কখনো কাউকে বুজতে দেয় না তার কষ্টের কথা। কি মমতা দিয়ে তার সকল সন্তানকে বুকে আগলে রেখেছে....যক্ষের ধনের মত। আমরা অবুঝ শিশু যেন..... কত আবদার, কত দাবি আমাদের এই দেশ মাতৃভূমিকে নিয়ে। গর্ব আমার কিন্তু কম না কারো চেয়ে। হোক না সাদা আর কালো.....।

আমার মা যে,সবচেয়ে ভালো। জানি আমাদের এই দেশমাতাটা অনেক গরিব। এখনো তার অনেক সন্তানেরা না খেয়ে থাকে। অন্যায়ের শিকার হয়। কত কষ্টে দিনযাপন করে।

প্রিয় মাতৃভূমিটাকে বিশ্বের বুকের মাতা উচু করে দাড়ানো জন্য...কত সন্তান আজ কত দূর দেশে কত কষ্ট করে টাকা রোজগার করছে। তবু আমি আমার এই দেশটাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখি। একদিন আমার এই মাতৃমাতা টাই .....সারা পৃথিবীর বুকে সবার সেরা দেশ হিসাবে মাতা উচু করে দাড়াবে। আজ বিজয়ের এই দিনে আপনার একটা স্বপ্নের কথা বলুন। আশার কথা বলুন....... সেদিন কিন্তু খুব বেশি দূরে নয়..।

আপনার স্বপ্ন সত্যি হতে..
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.