"সে কখনো বলে নি একটিও ঘৃণার কথা,- কখনো বলে নি- প্রিয়তম, ভালবাসি।"
রোদ জ্বলা জোছনায় চোখ জ্বলা হাসিতে
আমি শুধু দেখিনা কিছু দেখিনা
বর্ষার নোনাজল চোখ দুটো ছলছল
আমি শুধু কাঁদিনা একটুও কাঁদিনা
লাল নীল রঙ গুলো লাল নীল রয়ে যায়
আমি শুধু দেখি না কিছু দেখি না
সূর্যের সোনা রঙ তোমার হাসিতে
আমি শুধু বুঝি না কিছু বুঝি না
আমি সবুজের রঙ চোর মেঘ নীল অন্ধ
আমি কার্নিশে বসে থাকা বিবাগী ম্যাগপাই
আমি ফুটে থাকা শিমুলের ধুসর পোট্রেট
আমি জোনাকির মিছিলে তোমাকে পেতে চাই
আমি কেটে যাওয়া ঘুরির মত কার আকাশে উড়ি
জান সুতো নাটাই তোমার হাতে, ও রক্ত গোলাপ কুঁড়ি
গোলাপ নাহয় লাল হয়ে থাক
পরীটি থাকুক ভাল
তাই আমি নাহয় বামনই থাকি
চাঁদেই থাকুক আলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।