আমাদের কথা খুঁজে নিন

   

আমি কিংবা তুই

∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞

অনুভূতির অনুরণে আঁকা জলছবি অনুক্ষণে মনে মনে ভাবছি তা সবি নিশি, ভোর, সন্ধ্যেয় আনাগোনা তোর পলকে কেটে যায় তৃষ্ণার্ত প্রহর আমি ভাবি তুই, তুই তুই কি ফাগুনের আগুনে; তোর ছোঁয়া মেঠো পথে খেলা করে সবখানে। অনুভবে তোর না’য়ে পাল তোলা হাওয়ায়; অনুরণে পথে পথে খুঁজেছিস কি আমায় ? দুপুরের সোনা-রোদটা মুঠোতে রেখেছিস ধরে; বিকেলের হাওয়াতে আমাকে কি মনে পড়ে। তুই ভাবিস আমি আমি; আমি কি এতই দামি। আমি হীনা তুই কি একা; নিরন্ন যাত্রী কিংবা বোকা। ফেলে দেয়া কবিতা গুলো.............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.