আমাদের কথা খুঁজে নিন

   

গুগল এডসেন্স লইয়া দুই-চারটা পরামর্শ দেন তো .....সেরা পরামর্শ দাতা ২ জনের জন্য ছোটখাটো পুরস্কার আছে।

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>

আমার এখন পর্যন্ত গুগলে এডসেন্স একাউন্ট নেই। একাউন্টের জন্য আবেদন করলে আমার জানা মতে গুগল এডসেন্স এর জন্য কোন ওয়েবসাইট কে বাছাই করতে গুগল চেক করে ওয়েব সাইট টি কত পুরোনো। তাই নতুন কোন ওয়েব চালু করেই তাতে এডসেন্স এর জন্য আবেদন করলে তা নাকি বাতিল হয়ে যায়। এটা বলে বুঝাতে চাচ্ছি যে , যারা খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করতে চান, তাদের জন্য সতর্ক সংকেত।

তাহলে আবেদনের জন্য আমাকে ভাল ওয়েটসাইট থাকার পরও নতুন বলে একে গুগলের কাছে শো করতে পারছিনা। এখন, আমার এই মাসে তৈরি করা ১ টা ব্লগস্পট আছে, এটাতে তাইলে এডসেন্স এর জন্য আবেদন কইরা লাভ নাই। মানে করলেও গুগল তা মানবেনা। এখন হল আসল কথা, ব্লগস্পটে আমার ২০০৮ এর তৈরি করা একটা ব্লগ আছে। এ পর্যন্ত ১০ টা পোস্ট করছি ৩ বছরে।

ইদানিং ঐটা ম্যানেজ করা শুরু করছি কারণ আমি চাইতেছি ঐটা দেখাইয়া গুগলের কাছে আবেদন করব। এটা কি করা যাবে ??? আর আমার ইচ্ছা হল একবার একটা এডসেন্স একাউন্ট পাইলে তারপর আমার আমার ২০০৮ এর ব্লগে এবং নতুন তৈরি ওয়েব এবং ব্লগে এডসেন্স কোড সেট করব। মানে এখন আমি একটা এডসেন্স একাউন্ট চাই,আর তা করতে চাচ্ছি ২০০৮ এর ব্লগ দিয়ে এবং তা হয়ে গেলে আমি নজর দিব আমার ২০১১ এর ওয়েব সাইটে। এটা করতে কি কোন সমস্যা আছে ??? পরামর্শ দেন। সেরা পরামর্শ দাতা ২ জনের জন্য ছোটখাটো পুরস্কার আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.