আমাদের কথা খুঁজে নিন

   

রোবো ম্যারা ফুল


জাপানে অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো রোবটদের ম্যারাথন দৌড়। এটাই বিশ্বের ইতিহাসে প্রথম রোবটদের ম্যারাথন। এই আয়োজনের পিছনে রয়েছেন রোবট বিশেষজ্ঞ ভস্টোন। তিনি বলেছেন, এর মাধ্যমে রোবট নামের মেশিনের কর্মদড়্গতা, তার সচল থাকার সময়সীমা ও প্রতিযোগিতার মানসিকতা সম্পর্কে পরীড়্গা হয়ে যাবে। এরই মধ্যে তাদের মধ্যে শুরম্ন হয়ে গেছে প্রশিড়্গণমূলক ইভেন্ট।

এদের একেকটার এক এক আকৃতি। এক একজন যেন সত্যিকার একজন মানুষের মতো আচরণ করছে। আগামী বৃহস্পতিবার দুই পায়ের এইসব রোবটদের ম্যারাথনের চূড়ানত্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জাপানের ওসাকা নগরীতে। এ প্রতিযোগিতার নাম দেয়া হয়েছে ‘রোবো ম্যারা ফুল’। এর নিয়ম হলো প্রতিটি রোবটকে ইনডোরে নির্মিত ১০০ মিটারের একটি ট্যাকে ৪২২টি ল্যাপস ঘুরতে হবে।

এতে মোট অতিক্রানত্ম দূরত্ব হবে প্রায় ২৬ মাইল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।