আমাদের কথা খুঁজে নিন

   

শেবাগের জ্বালাময়ী ভাষনের অন্তিম প্রহর



শেবাগতো বাঙালীর হৃদয়ে আবার আগুন ধরাইয়া দিল। ম্যাচশেষে ওই হারামী কি বলেছে শুনেন, “ আগেও বলেছি বাংলাদেশ টেস্টে মোটেও ভাল দল নয়, ওয়ানডেতে মোটামুটি প্রতিদ্বন্দিতা করতে পারে। কিন্তু আজ তারা প্রতিদ্বন্দিতাও করতে পারে নি। ” সে এমন ভাব ধরে যেনো সে বাংলাদেশকে গোনায় ও ধরে না। কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে তার এত জমা ক্ষোভ কেনো? শুধু মাত্র বাংলাদেশই কেনো তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারে? বাংলাদেশের কথা আসলেই কেনো সে অসংলগ্ন কথা বার্তা শুরু করে? প্রশ্নগুলোর উত্তর হচ্ছে একটাই, বাংলাদেশ তার মাথায় স্থায়ীভাবে সেট হয়ে গেছে।

সেট হবেই না বা কেন, পোর্ট অব স্পেনের সেই গো হারার পরতো তার দেশে হাগু করার জায়গাও খুজে পায়নি। তুই আমাদের গুনিস নাকি গুনিসনা সেটা নিয়ে আমাদের কোনো মাথাব্যাথা নেই। কারণ আমাদের গোনার চাকুরি আমরা তোকে দেইনি। পোর্ট অব স্পেনেতো ছিল্লা ছিল্লা খাইছিলাম,তবে মিরপুরের বদলা যেদিন নিমু, সেইদিন তোর পায়খানার রাস্তা দিয়া আমরা ইহজীবনের লাইগা ঢিবা মাইরা দিমু। যাতে তুই পায়খানা এবং কথাবার্তা একই রাস্তা দিয়া সারতে পারছ।

কারণ তোর কথা এবং পায়খানার মধ্যে কোন পার্থক্য নাই। বি: দ্র: শচীনকে আমার খুব শ্রদ্ধা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.