আমাদের কথা খুঁজে নিন

   

ও কালো ময়না বিরহ আর সয়না

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

ও কালো ময়না বিরহ আর সয়না তোরে পড়ে মনে ভুলা যায়না। ভুলতে পারিনা.... ভুল বুঝে গেলি চলে কান্দিয়া আর তো ফিরা আইলিনা ও আমার পরাণ পিয়া। নিশীথ রাইতে যখন তোরে পড়ে মনে ঘুম আসে না ঘুমাইতে পারিনা ডাকি তোরে প্রাণদিয়া মরি কান্দিয়া ও আমার পরাণ পিয়া। ওলো অভিমানিনী চলেই যাবি ভাবিনি তোরে ছাড়া বড় একেলা এ কেমন তোর নিঠুর খেলা মরি কান্দিয়া ও আমার পরাণ পিয়া। ও কালো ময়না বিরহ আর সয়না তোরে পড়ে মনে ভুলা যায়না। ভুলতে পারিনা....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।